অমৃতসর: প্রয়াত পঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex Chief Minister) ও শিরোমণি অকালি দলের প্রাণপুরুষ প্রকাশ সিংহ বাদল (Parkash Singh Badal Passed Away)। ৯৫ বছর বয়স হয়েছিল তাঁর। মোহালিতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।


প্রয়াণ-সংবাদ...
শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল নবতিপর রাজনীতিবিদের প্রয়াণ-সংবাদে সিলমোহর দেন। পরে মোহালির যে বেসরকারি হাসপাতালে প্রকাশ সিংহ বাদল ভর্তি ছিলেন, তাঁর ডিরেক্টর অভিজিৎ সিংহ বলেন, 'মঙ্গলবার রাত ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।' সপ্তাহখানেক আগে শ্বাসের সমস্যা নিয়ে মোহালির হাসপাতালে ভর্তি হয়েছিলেন পঞ্জাব তথা জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতা। এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্য়ুইট করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ট্যুইটে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লেখেন, 'প্রকাশ সিংহ বাদলজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় রাজনীতির এই দিকপাল আমাদের দেশগঠনেও অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পঞ্জাবের উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য। সঙ্কটের সময়ে রাজ্যকে সামলে রেখেছিলেন তিনি। শোকবার্তা আসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের তরফেও।


ফিরে দেখা...
রাজস্থান সীমানা লাগোয়া পঞ্জাবের আবুল খুরানা গ্রামে জন্মেছিলেন প্রকাশ সিংহ বাদল। সালটা ১৯২৭। লেখাপড়া অবিভক্ত পঞ্জাবের লাহোরে, ফরমান ক্রিশ্চান কলেজে। সেখান থেকে স্বাধীনতা-পরবর্তী ভারতের রাজনীতিতে কী ভাবে তিনি প্রাসঙ্গিক হয়ে উঠলেন, তা যেন বেশ কিছুটা গল্পকথার মতো। তখন মাত্র ২০ বছর বয়স তাঁর। গ্রামের 'সরপঞ্চ' নির্বাচিত হয়ে গেলেন তরুণ প্রকাশ। এর পর ১৯৫৭ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক। রাজনৈতিক জীবনের মধ্যগগনে পৌঁছনো অবশ্য় তখনও বাকি। এর পর পঞ্জাবের মুখ্য়মন্ত্রীর কুর্সিতে  বসবেন তিনি। পঞ্জাবের নবীনতম মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড গড়বেন। সালটা ১৯৭০, ৪৩ বছর বয়সে রাজ্য়ের প্রশাসনিক প্রধান হলেন প্রকাশ সিংহ বাদল। পাঁচ বার ওই পদ সামলানোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নির্বাচনী পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল তাঁকে।  প্রায় সাত দশকের রাজনৈতিক জীবনে মাত্র দুবার নির্বাচনে হেরেছেন। একটি ১৯৬৭ সালে, দ্বিতীয়টি ২০২২ সালে। তবে টালমাটাল অবস্থা তৈরি হয় ১৯৮৪ তে। অমৃতসরে স্বর্ণমন্দিরে সেনা অভিযানের সময় গ্রেফতার হয়েছিলেন সে বার। পরে ১৯৯৫ সালে অকালি দলের প্রেসিডেন্ট হওয়ার পর বিজেপির সঙ্গে জোট বাঁধেন। কিন্তু বিতর্কিত কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে মতবিরোধের জেরে সেই জোট ছেড়ে বেরিয়ে এসেছিল অকালি দল। প্রতিবাদে পদ্মবিভূষণও ফিরিয়ে দিয়েছিলেন প্রকাশ সিংহ বাদল। আজ তাঁর প্রয়াণে শোকের ছায়া সব তরফেই।


আরও পড়ুন:বিচারপতির বিরুদ্ধে পোস্টার দেওয়ার পিছনে হাত আইনজীবীর! রিপোর্ট পেশ পুলিশের