লখনৌ : খোদ সাংসদের বিরুদ্ধেই বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল। চুরি করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ রাখা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় কাঠগড়ায় উত্তরপ্রদেশের সম্ভলের সমাজবাদী পার্টির সাংসদ জিয়া উর রহমান বর্ক। এর জেরে তাঁকে ১.৯১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সাংসদের বাড়িতে দু'টি বৈদ্যুতিক মিটার বিকৃত করার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি। যার জেরে তাঁকে জরিমানা করেছে উত্তরপ্রদেশ বিদ্যুৎ দফতর।
মিটার রিডিংয়ের পাশাপাশি অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী যেমন- এসি-ফ্যানের কানেকশন খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার সাংসদের বাড়ি গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তাতে তাঁরা দেখতে পান, সাংসদের বাড়িতে যে বিদ্যুৎ সংযোগ আছে, তার এক-অষ্টমাংশ বেশি লোড রয়েছে। রাজ্য বিদ্যুৎ দফতরের দাবি, সাংসদের বাড়িতে ২ কিলোওয়াটের কানেকশন রয়েছে। কিন্তু, লোড থাকে ১৬.৫ মেগাওয়াট। দিন দু'য়েক আগেই নতুন স্মার্ট মিটার বসানো হয়েছে। যাতে উঠেছে ৫.৫ কিলোওয়াট।
যদি সাংসদের পরিবারের সদস্যের তরফে বলা হয়েছে, তাঁরা ১০ কিলোওয়াটের সোলার প্যানেল ও ৫ কিলোওয়াটের জেনারেটর রেখেছেন বাড়িতে। যার জেরে সাংসদের বাড়িতে ১৯ কিলোওয়াট পর্যন্ত বৈদ্যুতিক লোড সম্ভব। অবশ্যা বিদ্যুৎ দফতরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের বক্তব্য, সাংসদের বাড়িতে সোলার প্যানেল কাজ করছে না।
এর পাশাপাশি একাধিক ভারী বৈদ্যুতিক সামগ্রী দেখা গেছে। সেই তালিকায় রয়েছে- ৫০টি এলইডি বাল্ব, একটি ডিপ ফ্রিজার, তিনটি স্প্লিট এসি, ২টি ফ্রিজ, একটি কফি মেকার, একটি গিজার ও একটি মাইক্রোওভেন। যার সামগ্রিক বৈদ্যুতিক লোড ১৬ হাজার ৪৮০ কিলোওয়াট। শুধু তা-ই নয়, এত কিছু থাকা সত্ত্বেও, গত ছয় মাস ধরে সাংসদের বাড়িতে বিদ্যুতের বিল আসছে শূন্য। অর্থাৎ, বিনামূল্যে। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে অ্যান্টি-পাওয়ার থেফ্ট অ্যাক্টে এফআইআর রুজু করা হয়েছে । এই সাংসদ আবার জেলা বিদ্যুৎ কমিটির চেয়ারম্যানও। বিদ্যুৎ আধিকারিকরা জানিয়েছেন, সাংসদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগ উঠেছে, তদন্ত চলাকালীন সাংসদের বাবা মামলুর উর রহমান রাজ্য বিদ্যুৎ দফতরের কর্মীদের হুমকি দিয়েছেন। যার ভিত্তিতে সাংসদের বাবার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।