ভুবনেশ্বর : ২০২৩ সালের সেই ঘটনা। বালেশ্বরের বাহানগা বাজারে করমণ্ডস এক্সপ্রেসের দুর্ঘটনা ঘুম কেড়ে নিয়েছিল সারা দেশের। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩০০ জনেরও বেশি।  আহতের সংখ্যা ছিল হাজারেরও বেশি। আবার ট্রেন দুর্ঘটনার কারণে শিরোনামে ওড়িশা।  

Continues below advertisement


বৃহস্পতিবার সকালে সম্বলপুর গামী মহিমা গোসাইন এক্সপ্রেস বা সম্বলপুর-শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয়।  সকাল ৯.১৫ নাগাদ সম্বলপুর স্টেশনে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।  সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। 


ভুবনেশ্বর থেকে সম্বলপুরের পথে সম্বলপুর সিটি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। রেলওয়ে কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।  উদ্ধারকাজ শুরু করে। তবে লাইনচ্যুত হওয়ার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।