মুম্বই : জনপ্রিয় অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়ায় প্রচার করা হচ্ছে ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে ভুল তথ্য । বিষয়বস্তুকে 'আপত্তিকর' বলে দাবি করে ইতিমধ্যেই মহারাষ্ট্রে বিতর্ক তুঙ্গে। আপত্তি এতটাই তীব্র হয়েছে, এই নিয়ে পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকারও। মঙ্গলবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্য পুলিশকে উইকিপিডিয়ার সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন। এরপর উইকিপিডিয়াকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মহারাষ্ট্র সাইবার পুলিশ । উইকিপিডিয়াকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে, তারা যেন প্রকাশিত আর্টিকল থেকে 'আপত্তিকর' বিষয়বস্তুটা সরিয়ে নেন।
দেবেন্দ্র ফড়নবীশ স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সরকার ঐতিহাসিক তথ্যের কোনও বিকৃতি সহ্য করবে না। মারাঠা ইতিহাসের গরিমা ক্ষুন্ন হয়, এমন কোনও কাজই বরদাস্ত করা হবে না। উইকিপিডিয়ার মতো ওপেন-সোর্স প্ল্যাটফর্মে এমন ভুল তথ্য গ্রহণযোগ্য নয়। ফড়নবীশ জানান, মহারাষ্ট্র সাইবার সেলের ইন্সপেক্টর জেনারেল উইকিপিডিয়া কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছেন। ছত্রপতি সম্ভাজি মহারাজের বিরুদ্ধে আপত্তিকর বিষয়গুলি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হবে উইকিপিডিয়াকে। ওপেন-সোর্স প্ল্যাটফর্মে এমন লেখা সহ্য করা হবে না ,যা মারাঠা অস্মিতাকে আঘাত করে। উইকিপিডিয়ায় ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তাঁর। প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। মত প্রকাশের স্বাধীনতা মানে তা সীমাহীন নয়, বলেন ফড়নবীশ।
ছত্রপতি শিবাজীর ছেলে সম্ভাজি ছিলেন বাবার মতোই বীরযোদ্ধা। মারাঠাভূম ও ধর্মরক্ষার্থে তাঁর লড়াই জ্বলজ্বল করছে মারাঠা-ইতিহাসে। ঔরঙ্গজেবের সামনে মাথা নত করেননি তিনি । একাই ৯ বছর ধরে ঔরঙ্গজেবের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন । তাঁর উপর অকথ্য নির্যাতন চালায় মোঘলরা। ৪০ দিনেরও বেশি সময় ধরে সম্ভাজি মহারাজ সেই যন্ত্রণা ভোগ করেন। ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছবি 'ছাভা' মুক্তি পেয়েছে সম্প্রতি। ভিকি কৌশল অভিনীত ছবিটি বক্স অফিসেও দারুণ সফল। ঠিক এই আবহেই সকলের নজর পড়েছে উইকিপিডিয়ার কনটেন্টের উপর। সেখানে এমনভাবে কিছু তথ্য বলা হয়েছে, যা বীর সম্ভাজির গরিমা ক্ষুন্ন করে।
উইকিপিডিয়াকে লেখা চিঠিতে, মহারাষ্ট্র সাইবার বিভাগ দাবি করেছে, 'আপত্তিকর' বিষয়বস্তু থেকে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে।ছত্রপতি সম্ভাজি মহারাজ ভারতে অত্যন্ত সম্মানিত। এই ভুল তথ্য তাঁর অনুসারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ' সম্ভাজি মহারাজকে নিয়ে মারাঠারা এতটাই স্পর্শকাতর যা, তাঁদের আপত্তির কারণেই 'সিনেমা থেকে একটি নৃত্যের দৃশ্য বাদ দিতে হয় নির্মাতাদের।