Sambit Patra Controversy : জগন্নাথদেবকে নিয়ে বিরাট ভুল ! বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন সম্বিত, প্রায়শ্চিত্ত করতে ৩ দিন রাখছেন উপবাস

BJP's Sambit Patra Apologetic For 'Slip Of Tongue' In Puri : সম্বিত পাত্র মোদির পুরীর আগমন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘প্রভু জগন্নাথদেব মোদীজির ভক্ত।’

Continues below advertisement

পুরী :  বিতর্কের মুখে ক্ষমা চাইলেন সম্বিত পাত্র।  পুরী লোকসভা কেন্দ্রের প্রচারে সোমবার সৈকত শহরে প্রচার করেছেন মোদি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে 'ভুল' মন্তব্য করে বসেন বিজেপি নেতা।  বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের বিরুদ্ধে  বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে উত্তাল ভারতীয় রাজনীতির আঙিনা।

Continues below advertisement

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিপুরীতে মেগা রোড শো করেন।  জগন্নাথধামে মহাপ্রভুর পুজোও দেন প্রধানমন্ত্রী। সম্বিত পাত্র মোদির পুরীর আগমন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘প্রভু জগন্নাথদেব মোদীজির ভক্ত।’

এই বক্তব্যের জন্য নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন সম্বিত। 'আজ মহাপ্রভু শ্রী জগন্নাথের বিষয়ে আমার যা ভুল হয়েছে, তার  জন্য আমি অত্যন্ত পিড়িত। আমি মহাপ্রভু শ্রী জগন্নাথর কাছে মাথা নত করে  ক্ষমাপ্রার্থনা  করতে চাই। আমি এই ভুল সংশোধন করার জন্য আগামী ৩ দিন উপবাসে  থাকব। জয় জগন্নাথ। '

আর এই মন্তব্য নিয়েই তোলপাড় জাতীয় রাজনীতি। যদিও বিজেপি নেতাদের যুক্তি, অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে নেহাতই মুখ ফস্কে কথাটি বলে ফেলেছেন সম্বিত। একাধিক রাজনৈতির ব্যক্তিত্ব এদিন সম্বিতের বিরুদ্ধে মুখ খোলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রধান নবীন পট্টনায়কও সম্বিতের মন্তব্যের কড়া সমালোচনা করেন। পোস্ট করেন রাহুল গান্ধীও। 

নবীন লেখেন, মহাপ্রভু শ্রীজগন্নাথ বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি। মহাপ্রভুকে অন্য মানুষের ভক্ত বলা ভগবানের অপমান। এই মন্তব্য মানুষের অনুভূতিতে আঘাত করেছে। বিশ্বজুড়ে কোটি কোটি জগন্নাথ ভক্ত ও ওড়িশাবাসীর বিশ্বাসকে ধাক্কা দিয়েছে। প্রভু ওড়িশার গর্বের সর্বশ্রেষ্ঠ প্রতীক। মহাপ্রভুকে অন্য মানুষের ভক্ত বলা সম্পূর্ণ নিন্দনীয়।

সম্বিত উত্তর দিয়েছেন, নবীন জি নমস্কার! আজ পুরিতে শ্রী নরেন্দ্র মোদীজির রোড শো-র ব্যাপক সাফল্যের পরে আমি আজ একাধিক মিডিয়া চ্যানেলে বাইট দিয়েছি। সর্বত্র আমি উল্লেখ করেছি যে মোদীজি শ্রী জগন্নাথ মহাপ্রভুর  "ভক্ত" .. ভুলবশত একটি বাইট দেওয়ার সময় আমি ঠিক বিপরীত উচ্চারণ ..আমি জানি আপনিও এটি জানেন এবং বোঝেন ..স্যার,একটি অস্তিত্বহীন ইস্যু থেকে একটি ইস্যু তৈরি করবেন না ..আমাদের সবারই "মাঝে মাঝে মুখ ফস্কে" যায়.. ধন্যবাদ এবং প্রনাম!  

Continues below advertisement
Sponsored Links by Taboola