কলকাতা: স্যামসাং আজ ভারতের বাজারে আনছে তাদের প্রিমিয়াম স্মার্টফোন গ্যালাক্সি এস১০ লাইট। কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি নোট১০ লাইট স্মার্টফোনের সঙ্গে এই ফোনটি লঞ্চ করে। এ দেশে মূলত অনলাইনে বিক্রি হবে এই এস১০ লাইট স্মার্টফোন।
ফ্লিপকার্ট এই ফোনের টিজার পেজ বার করেছে। তাতে ফোনে যে সব ফিচার ও বৈশিষ্ট্য আছে তার খুঁটিনাটি জানানো হয়েছে। এতে পাওয়া যাবে ৬.৭০ ইঞ্চির ফুল এইচডি প্লাস, সুপার এমোলেড এবং ইনফিনিটি-ও টাচস্ক্রিন ডিসপ্লে। নোট১০ লাইটের মত এতেও পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে।
ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এতে ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সুপার স্টাডি ওআইএস মোডের জন্য দুর্দান্ত ভিডিওগ্রাফিও করা যাবে এতে। ম্যাক্রো লেন্সের ৪ সেমি দূর থেকেও পিঁপড়ের মত ছোট জিনিসেরও ঝকঝকে ছবি তোলা যাবে। রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ অক্টো-কোর প্রসেসর যাতে যে কোনও গেম খেলা যাবে দিব্যি আরামে। ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ ওয়ারেন্টও থাকবে এতে।
মাইক্রো এসডি কার্ড দিয়ে এর স্টোরেজ ১০০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ১০ ওএস নির্ভর এই ফোনে রয়েছে ওয়াই ফাই ৮০২.১১, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ডুয়াল ন্যানো সিম। রয়েছে অ্যাক্সিরেলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস, ম্যাগনেটোমিটার, জায়রোস্কোপ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও প্রক্সিমিটি সেন্সর। নিরাপত্তার জন্য ফেস অনলক সাপোর্ট রয়েছে। দ্রুত চার্জিংয়ের জন্য মিলবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। পুরো চার্জিং হলে ২ দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। আর আধঘণ্টা চার্জ দেওয়া হলে মিলবে গোটা দিনের ব্যাকআপ। স্যামসাং-পে সমেত বেশ কিছু অ্যাপ তো আগে থেকে থাকবেই।
আজ বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস১০ লাইট, জেনে নিন সব বৈশিষ্ট্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2020 01:51 PM (IST)
ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এতে ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -