নয়াদিল্লি : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এম কে স্ট্যালিনের ছেলে উধয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের। রবিবার অভিযোগ জানান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। উধয়নিধি আবার তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রীও। শনিবার 'সনাতন ধর্ম' নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে উধয়নিধির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী।


কিন্তু, কী এমন বললেন স্ট্যালিন-পুত্র ?


অভিযোগকারী বিনিত জিন্দালের দাবি, সনাতন ধর্ম নিয়ে উধয়নিধি প্ররোচনামূলক, জ্বালময়ী, অবমাননাকর এবং উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। আমি হিন্দু ও সনাতন ধর্মের পথে চলি। তাই  উধয়নিধি স্ট্যালিনের মন্তব্য আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। উধয়নিধি সনাতন ধর্ম নির্মূলের কথা বলেছেন। শুধু তা-ই নয়, সনাতন ধর্মকে তিনি মশা, ডেঙ্গি, করোনা ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন।


অভিযোগকারী আরও মন্তব্য করেছেন, "উধয়নিধির শব্দই বুঝিয়ে দিচ্ছে সনাতন ধর্মকে তিনি কতটা ঘৃণা করেন। উনি একজন বিধায়ক এবং মন্ত্রী। দেশের সংবিধান মেনে কাজ করার শপথ নিয়েছেন। তাই সব ধর্মকে তাঁর সম্মান করা উচিত। কিন্তু, তিনি ইচ্ছাকৃতভাবে সনাতন ধর্ম নিয়ে প্ররোচনামূলক এবং অবমাননাকর মন্তব্য করেছেন। ধর্মীয় বিভিন্ন গ্রুপের মধ্যে শত্রুতা তৈরির উদ্দেশ্যে। " আইনজীবীর আরও বক্তব্য, এই ধরনের মন্তব্য করে উধয়নিধি ১৫৩এ ও বি, ২৯৫এ, ২৯৮ ও ৫০৫ ধারায় অপরাধ করেছেন। যা আমলযোগ্য অপরাধ এবং প্রকৃতি অনুযায়ী গুরুতর। তাই উল্লিখিত ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য অনুরোধ করছি।


অভিযোগকারীর দাবি আনুযায়ী, 'সনাতন বিলুপ্তি সম্মেলেন' বক্তব্য রাখছিলেন উধয়নিধি। উধয়নিধি বলেন, "সনাতম ধর্মের বিরোধিতা"-র পরিবর্তে "সনাতন ধর্মের নির্মূল" শীর্ষক সম্মেলনের আয়োজন করায় আয়োজকদের অভিনন্দন জানাচ্ছি।"


তাঁর সংযোজন, "এমন অনেক কিছু আছে যার শুধু বিরোধিতা নয়, তাদের নির্মূল করতে হবে। মশা, ডেঙ্গি, করোনা ও ম্যালেরিয়া এমন বিষয় যার আমরা বিরোধিতা করতে পারি না। এগুলিকে আমাদের নির্মূল করতে হবে। সনাতনমও সেরকমই বিষয়। বিরোধিতা নয়, সনাতনমের নির্মূল করাই আমাদের প্রথম কাজ।"


উধয়নিধির এই মন্তব্যে দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। কড়া প্রতিবাদ জানিয়েছেন তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই। উধয়নিধিকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করে তিনি বলেন, "আপনার যদি সনাতন ধর্মকে নির্মূল করতে হয়, তাহলে সব মন্দির শেষ করে দিতে হবে এবং মানুষের প্রয়োজনীয় ধর্মীয় আচারকেও নির্মূল করে দিতে হয়।"