পেশোয়ার: অবতরণের সময় বিমানে হঠাৎ আগুন। সেই নিয়ে আতঙ্ক ছড়াল পাকিস্তানের বিমানবন্দরে। যাত্রীভর্তি বিমানটিতে রানওয়ে ছোঁয়ার আগেই আগুন ধরে যায়। ফলে উদ্বেগ ছড়ায় বিমানবন্দরেও। সেই আবহে যথেষ্ট তৎপরতার সঙ্গেই বিমান থেকে যাত্রী এবং বিমানকর্মীদের এক এক করে নামিয়ে আনা হয়। (Viral Video) কয়েক জন চোট পেলে, বড় ধরনের অঘটন এড়ানো গিয়েছে।


বৃহস্পতিবার পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। রিয়াধ থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান পেশোয়ারের বাচা খান বিমানবন্দরে অবতরণ করছিল। সেই সময় বিমানটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা। বিমানের বাঁদিকের ল্যান্ডিং গিয়ার থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সঙ্গে সঙ্গে পাইলটকে সতর্ক করা হয়। সতর্ক করা হয় বিমানবন্দরকে। (Plane Catches Fire in Pakistan)


এর ফলে বিমানটি রানওয়েতে নামার সম দমকল বাহিনী থেকে উদ্ধারকারী দল, সকলেই তৈরি ছিল। বিমানটি রানওয়ে ছোঁয়া মাত্র দৌড়ে তৎপরতা দেখান সকলেই। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দমকলের ইঞ্জিন থেকে জল ছুড়ে আগুন নেভানো হয়। তড়িঘড়ি পদক্ষেপ করাতেই বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে বলে মত সেদেশের উড়ান বিশেষজ্ঞদের। 



আরও পড়ুন: Watch: UK পার্লামেন্টে গীতা হাতে শপথ খাঁটি ব্রিটিশ সাংসদের! অন্য হাতে কী ছিল জানেন?


বিমানটিতে ২৭৬ জন যাত্রী ছিলেন। বিমানকর্মী ছিলেন ২১ জন। সকলকে নিরাপদে বের করে আনতে এর পর ইনফ্লেটেবল স্লাইড ব্যবহার করা হয়। সিঁড়ি হয়ে নামার পরিবর্তে, ওই ইনফ্লেটেবল স্লাইডে বসে কার্যত পিছলে নেমে মাটি ছোঁন সকলে। কয়েক জন অল্পবিস্তর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। তবে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। এই মুহূর্তে পেশোয়ার বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কী করে আগুন লাগল বিমানটিতে, তা খতিয়ে দেখা হচ্ছে।



এই ঘটনায় সৌদি এয়ারলাইন্সের তরফে বিবৃতি জারি করে বলা হয়, 'পেশোয়ার আন্তর্জাকি বিমানবন্দরে অবতরণের সময় SV792 বিমানের একটি চাকা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তড়িঘড়ি বিমানটিকে থামানো হয় এবং সতর্ক করা হয় কর্তৃপক্ষকে। সমস্ত যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপদে নামানো হয়। বিমানে কী সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে'। Global Defense Insight-এর তরফে কিছু ছবিও প্রকাশ করা হয়, যাতে বিমানের কিছু অংশ পুড়ে গিয়েছে বলে দেখা যায়।