নয়াদিল্লি: ভারতে ১০০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাত হাজার কোটি টাকা) বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব। মূলত, পেট্রোক্যামিকেল, পরিকাঠামো ও খনিতে এই বিনিয়োগ করবে তারা।
ভারতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সৌদ বিন মহম্মদ আল সাতি বলেন, ভারত হল সৌদি আরবের পছন্দের বিনিয়োগ কেন্দ্র। পেট্রোক্যামিকেল, পরিকাঠামো ও খনি ক্ষেত্রে নয়াদিল্লির সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে তারা উৎসাহী। তিনি বলেন, জ্বালানি থেকে শুরু করে শোধনাগার, পেট্রোকেমিক্যাল, পরিকাঠামো, কৃষি, খনিজ পদার্থ ও খনি ক্ষেত্রে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ ভারতে করতে রাজি আমরা।
সৌদির বৃহত্তম পেট্রো সংস্থা আরামকোর সঙ্গে রিলায়েন্সের প্রস্তাবিত চুক্তি কথা উল্লেখ করে সাতি বলেন, জ্বালানি ক্ষেত্রে দুই দেশের মধ্যে যে সম্পর্কের উন্নতি হচ্ছে, তা স্পষ্ট। তিনি যোগ করেন, মহারাষ্ট্রে ওয়েস্ট কোস্ট রিফাইনারি ও পেট্রো প্রকল্পে প্রায় ৪৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে আরামকো।
সৌদি রাষ্ট্রদূত মনে করিয়ে দেন, ভারতে বিভিন্ন ক্ষেত্রে প্রভূত পরিমাণ বিনিয়োগ করার মাধ্যমে ভিসন ২০৩০-কে রূপায়িত করার কাজ হাতে নিয়েছেন যুবরাজ মহম্মদ বিন সলমন। মূলত, পেট্রোকেমিক্যালের বাইরে অন্য ক্ষেত্রে বিনিয়োগ করে আয়ের বিকল্প পথ তৈরি করাকেই লক্ষ্য করেছে সৌদি প্রশাসন।
ভারতের মোট অশোধিত তেলের ১৭ শতাংশ এবং এলপিজি-র ৩২ শতাংশ আমদানি হয় সৌদি থেকে। ফলত, সৌদি হল ভারতের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ। সৌদি রাষ্ট্রদূত জানান, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে প্রায় ৪০টি প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।