নয়াদিল্লি: ফের ৩৭০ নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ নয়াদিল্লির এক সমাবেশে তিনি মন্তব্য করেন, ‘সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের জন্য অনেক ক্ষতি হয়েছে কাশ্মীরের’। আর এই ‘ক্ষতি’র জন্য সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেই দায়ী করেছেন শাহ।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রপু্ঞ্জে নিয়ে যাওয়া ছিল জওহরলাল নেহরুর একক সিদ্ধান্ত। আজও সাধারণ মানুষের মধ্যে কাশ্মীর নিয়ে অনেক ভুল ধারনা ও গুজব রয়ে গেছে। এই ধন্দের অবসান হওয়া একান্ত প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘১৯৪৭ সাল থেকেই আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থেকেছে কাশ্মীর। কিন্তু কাশ্মীর নিয়ে মানুষের সামনে এতদিন ভুল ইতিহাস তুলে ধরা হয়েছে।’ কংগ্রেসকে কটাক্ষ করে শাহ বলেন, ‘এতদিন ইতিহাস লেখার দায়িত্ব তাঁদের ওপরেই ছিল যাঁরা ভুল করেছিলেন। তাই এতদিন সত্য গোপন ছিল। আমার মনে হয় এবার সময় এসেছে সঠিক ইতিহাসটা লেখার আর তা মানুষের সামনে তুলে ধরার।’
কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করা ও সুফি সম্প্রদায়ের সংস্কৃতি ধ্বংস করা নিয়েও প্রশ্ন তোলেন অমিত শাহ।
‘সর্দার বল্লভভাই পটেল অখণ্ড ভারতকে রক্ষা করা চেষ্টা করেছিলেন। ৬৩০ টি প্রদেশকে একত্রিত করেছিলেন তিনি। বল্লভভাই পটেলের কাজকেই সমাপ্ত করলেন নরেন্দ্র মোদি’- বললেন অমিত শাহ।
কাশ্মীরের ইতিহাস সংশোধন করে মানুষের সামনে তুলে ধরার সময় এসেছে : অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Sep 2019 04:05 PM (IST)
ফের ৩৭০ নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ নয়াদিল্লির এক সমাবেশে তিনি মন্তব্য করেন, ‘সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে কাশ্মীরকে’। আর এই ‘ক্ষতি’র জন্য সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকেই দায়ী করেছেন শাহ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -