মুম্বই: শহরের এক তিনতারা হোটেল থেকে এক হাই প্রোফাইল মধুচক্রের কুশীলবদের হাতে নাতে ধরে ফেলল মুম্বই পুলিশ। এক নাবালিকা সহ তিন মহিলা জুলিয়র আর্টিস্টকে এখান থেকে উদ্ধার করেছে তারা। এঁদের মধ্যে সাবধান ইন্ডিয়া টেলিভিশন শোর জনৈক অভিনেত্রীও রয়েছেন।
পূর্ব আন্ধেরির ওই হোটেলে খদ্দের সেজে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরে ফেলে সকলকে। এর আগে বুধবারও পুলিশ নবীনকুমার পি আর্য নামে বলিউডের এক কাস্টিং ডিরেক্টরকে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করে, উদ্ধার হন দু’জন জুনিয়র আর্টিস্ট।
যে মেয়েদের এখান থেকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে যিনি নাবালিকা, তিনি একটি ওয়েব সিরিজে কাজ করেছেন, এক মারাঠি টিভি সিরিয়ালেও দেখা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রিয়া শর্মা নামে একজনকে গ্রেফতার করেছে তারা, সেই চালাত এই চক্র। প্রিয়া পূর্ব কান্দিভলিতে বিনায়ক ভ্যাকেশনস অ্যান্ড হলিডেজ নামে একটি ট্র্যাভেলস এজেন্সি চালাত, সেই এজেন্সির আড়ালে এ ধরনের নানা অবৈধ কাজকর্ম করত সে। উৎসাহী লোকজন এক লাখ টাকা মূল্য ধরে দিলেই আকাঙ্খা চরিতার্থ করার সুযোগ পেত। আবেশ, বিনয় ও কুলদীপ নামে এই চক্রের আরও তিনজনের খোঁজ চলছে। এরা দিল্লির বাসিন্দা। এছাড়া সন্ধান চলছে বিজয় ও অজয় শর্মা নামে দু’জনের, অভিযোগ, এরা ৬০,০০০ টাকার বিনিময়ে মেয়েদের বিক্রি করত।
পুলিশ বলেছে, ফিল্ম, গ্ল্যামার এমনকী কর্পোরেট দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিরা তো বটেই, মুম্বই, দিল্লি ও কলকাতার বেশ কয়েকজন হাই প্রোফাইল খদ্দের এই মধুচক্রে জড়িত বলে সন্দেহ করছে তারা।
মুম্বইয়ে হাই প্রোফাইল মধুচক্রের পর্দাফাঁস, উদ্ধার সাবধান ইন্ডিয়া-র অভিনেত্রী
ABP Ananda, Web Desk
Updated at:
18 Jan 2020 09:50 AM (IST)
পুলিশ বলেছে, ফিল্ম, গ্ল্যামার এমনকী কর্পোরেট দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিরা তো বটেই, মুম্বই, দিল্লি ও কলকাতার বেশ কয়েকজন হাই প্রোফাইল খদ্দের এই মধুচক্রে জড়িত বলে সন্দেহ করছে তারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -