মুম্বই: স্বাস্থ্যমন্ত্রক প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করলেও, করোনা আক্রান্তদের চিকিৎসায় এই পদ্ধতির উপরেই ভরসা রাখছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তিনি জানিয়েছেন, ‘আইসিএমআর আমাদের প্লাজমা থেরাপি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বলার পরেই আমরা সেটা করছি। দু’জন করোনা আক্রান্তের উপরে প্লাজমা থেরাপি প্রয়োগ করে আমরা ভাল ফল পেয়েছি।’
গতকালই স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল সাংবাদিক বৈঠকে জানান, ‘প্লাজমা থেরাপিতে করোনা আক্রান্তরা সুস্থ হয়ে ওঠেন, এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ঠিকভাবে প্রয়োগ না করলে এর উল্টো ফলও হতে পারে। আইসিএমআর করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি প্রয়োগ করার কথা বলেনি। এটি পরীক্ষা-নিরীক্ষার স্তরে আছে।’
দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলঙ্গানার মতো রাজ্যগুলি করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির উপর জোর দিচ্ছে। অনেকেই স্বেচ্ছায় প্লাজমা দান করছেন। ২০১৪ সালে ইবোলার ক্ষেত্রে প্লাজমা থেরাপির সুফল পাওয়া গিয়েছিল। এবারও সেরকমই হবে বলে আশা করছেন অনেকে। যদিও স্বাস্থ্যমন্ত্রক এখনও এ বিষয়ে একমত নয়।
প্লাজমা থেরাপিতে দুই রোগী সুস্থ হয়ে উঠেছেন, আইসিএমআর-এর কথাতেই পরীক্ষা চলছে, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2020 11:31 AM (IST)
দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলঙ্গানার মতো রাজ্যগুলি করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির উপর জোর দিচ্ছে।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -