নয়াদিল্লি: রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনলাইন পরিষেবা। এসবিআই-এর তরফে জানানো হয়েছে, ইওনো, ইওনো লাইট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তথা ইউপিআই পরিষেবা বন্ধ থাকবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০ জুন রাত ১ টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা। এই সময়ে গ্রাহকদের পাশে থাকার জন্য আবেদন জানিয়েছে এসবিআই।


স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আরও উন্নত ব্যাঙ্কিং পরিষেবা দিতে চাইছি আমরা। তাই এই কাজের জন্য গ্রাহকদের আমাদের পাশে থাকার আর্জি জানাচ্ছি। এর আগে গত ১৭ জন এবং ১৩ জুন বেশ কিছুক্ষণ বন্ধ ছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডিজিটাল পরিষেবা। এর ফলে ইওনো, ইওনো লাইট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তথা ইউপিআই পরিষেবার সুবিধা নিতে পারেননি গ্রাহকরা।



উল্লেখ্য, সারা দেশে স্টেচ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২২ হাজার ব্রাঞ্চ রয়েছে, ৫৭ হাজার ৮৮৯টি এটিএম রয়েছে। গত বছর ৩১ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, মোট গ্রাহকদের মধ্যে ৮৫ মিলিয়ন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে থাকেন। ১৯ মিলিয়ন গ্রাহক মোবাইল ব্যাঙ্কিং করেন। প্রতিদিন ইওনোতে ৯ মিলিয়ন গ্রাহক লগ ইন করে থাকেন। এসবিআই সূত্রে খবর, ডিসেম্বর পর্যন্ত ১.৫ মিলিয়ন গ্রাহক ইওনোর মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছেন। যার মধ্যে ৯১ শতাংশ গ্রাহকের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।


প্রসঙ্গত, মহামারী পরিস্থিতিতে করোনা চিকিৎসার জন্য অত্যন্ত কম সুদের হারে লোন দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যাঁদের ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তাঁরা এই সুবিধা পাবেন। ১ এপ্রিল বা তার পরে কোনও গ্রাহক বা তাঁর পরিবারের কারোর করোনা সংক্রান্ত চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে শর্ত সাপেক্ষে লোন দেওয়া যাবে। ব্যাঙ্ক সূত্রে খবর, চাকুরিজীবী বা চাকুরিজীবী নয়, পেনশনার্সরা এই সুবিঝা পাবেন। লোন পেতে গেলে সংশ্লিষ্ট গ্রাহককে করোনা পজিটিভ রিপোর্ট জমা দিতে হবে।