কোভিড পরিস্থিতির অবনতি: গুজরাত, দিল্লি, মহারাষ্ট্র, অসমকে তিরস্কার, স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2020 08:31 PM (IST)
দেশের শীর্ষ আদালতের প্রশ্ন, ’’রাজ্য়গুলিতে করোনা পরিস্থিতি কেমন? কোভিড রুখতে কী কী ব্য়বস্থা নিয়েছে রাজ্য়গুলি?’’ সংশ্লিষ্ট রিপোর্টে এইসব প্রশ্নের জবাব তলব করেছে আদালত।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য়েও বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণের মাত্রা বৃদ্ধির নিরিখে দিল্লি, মুম্বইয়ের পরই নাম রয়েছে গুজরাতের। করোনা পরিস্থিতির মধ্যেই বিয়েবাড়ি সহ অনুষ্ঠান বাড়িতে জনসমাগমে অনুমতি দিয়েছে বিজয় রুপানির রাজ্য় সরকার। তা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে তারা। প্রসঙ্গত, এদিন দেশের শীর্ষ আদালত দিল্লি, মুম্বই, অসম, গুজরাতকে কোভিড পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট বলেছে, গুজরাত এবং দিল্লির করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ ভর্ৎসনা করে। শীর্ষ আদালত বলেছে, নভেম্বরে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশের শীর্ষ আদালতের প্রশ্ন, ’’রাজ্য়গুলিতে করোনা পরিস্থিতি কেমন? কোভিড রুখতে কী কী ব্য়বস্থা নিয়েছে রাজ্য়গুলি?’’ সংশ্লিষ্ট রিপোর্টে এইসব প্রশ্নের জবাব তলব করেছে আদালত। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, নভেম্বরে সংক্রমণ বেড়েছে গুজরাতে। একইভাবে সংক্রমণ বেড়েছে দিল্লিতেও। এদিন বিচারপতি এম আর শাহ গুজরাত সরকারকে প্রশ্ন করেন, ‘’ কোভিড রুখতে কী নিয়ম কার্যকর করা হয়েছে? এখন রাজ্য়ে কী অবস্থা? কেন বিয়েবাড়ি সহ অনুষ্ঠান বাড়িতে জনসমাগমে রাশ টানেনি রাজ্য় সরকার?‘’ এদিন আদালতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান দিল্লির কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার কী কী ব্য়বস্থা নিয়েছে। বিচারপতি অশোক ভূষণ বলেন, কোভিড রোগীদের জন্য় পরিকাঠামোগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।