নয়াদিল্লি: লকডাউন পরিস্থিতিতে ২৫ মার্চ থেকে বিধিনিষেধ বিভিন্ন কাজে। জরুরি পরিষেবা ছাড়া এমনিতেই সব কাজকর্ম বন্ধ। তাই এই পরিস্থিতিতে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নয়া সংসদ ভবন-সহ অন্যান্য সরকারি অফিস তৈরির কাজে আলাদা করে স্থগিতাদেশ দেওয়ার কোনও অর্থ নেই। বৃহস্পতিবার জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।
লকডাউনের পরিস্থিতিতে সুপ্রিম কোর্টও বিভিন্ন মামলার শুনানি করছে ভিডিও কনফারেন্সের মারফৎ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবডে এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর দুই সদস্যের বেঞ্চ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধ করার এই আবেদন শোনেন, তারপর এই সিদ্ধান্ত জানান।
এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২০ হাজার কোটি টাকা। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে দিল্লির লুটিয়েন এলাকায় সংসদ ভবন-সহ বিভিন্ন সরকারি অফিস তৈরি করতে চায় কেন্দ্র। কিন্তু এই প্রকল্পে আপত্তি করেছেন অনেকে। একাংশের মতে, এতে রাজধানীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে সবুজ। এমনিতে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা কিছুদিন আগে ভয়াবহ আকার নিয়েছিল।

বিরোধীরাও ইতিমধ্যে লকডাউনের পর অর্থনীতির অবস্থার কথা মাথায় রেখে ওই প্রকল্পে স্থগিত রাখার দাবি করেছে। ওই একই আবেদন করে শীর্ষ আদালতের যান রাজীব সুরি নামে এক ব্যক্তি।
রায়দানের সময় প্রধান বিচারপতি বোবডের বলেন, করোনা পরিস্থিতিতে কেউ কোনও কাজকর্ম করতে যাচ্ছেন না। এবং এই মামলার রায় নিয়ে কোনও তাড়াও নেই।