শ্রীনগর: তিন সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার কাশ্মীর উপত্যকায় খুলল হাইস্কুল। তবে দেখা নেই পড়ুয়াদের। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল থেকেই হাইস্কুল খুলছে। যদিও খুব অল্প সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিতি চোখে পড়েছে।


জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ আধিকারিক সেরিশ আসগর মঙ্গলবার জানিয়েছিলেন, শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে বুধবার থেকেই কাশ্মীরের উচ্চবিদ্যালয়গুলো খোলা হবে। সেইমতো আজ সকাল থেকেই হাইস্কুলগুলো খোলা হয়েছে। উপত্যকায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতিও। ৮১টি থানার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন।


কাশ্মীরের শিক্ষা সচিব ইউনিস মালিক জানিয়েছেন, কাশ্মীরে ৩ হাজার ৩৭টি প্রাথমিক স্কুল রয়েছে। মাধ্যমিক স্তরের স্কুল রয়েছে ৭৭৪টি। সবকটি স্কুলই বুধবার থেকে খুলবে। তিনি আরও জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিতিও তুলনামূলকভাবে বাড়ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও আগের মতো সচল হচ্ছে। প্রসঙ্গত, ৫ অগাস্ট সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই জম্মু ও কাশ্মীরে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। মোবাইল পরিষেবা, ইন্টারনেট, বিএসএনএল ব্রডব্যান্ড সহ ব্যক্তিগতভাবে লিজ নেওয়া ইন্টারনেট কানেকশন-সবই বন্ধ করে দেয় প্রশাসন। এখনও সেই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।