ইটানগর: সীমান্ত (LAC) লাগোয়া এলাকা থেকে নিখোঁজ (missing) অরুণাচল প্রদেশের (arunachal pradesh) দুই যুবক (youth)। বাতেইলাম তিকরো এবং বায়িঙ্গসো মানইয়ু নামে ওই দুজন গত অগাস্ট (august) থেকে নিখোঁজ, জানাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। সেনাবাহিনীর (indian army) সঙ্গে যোগাযোগ করে তল্লাশি অভিযান (search operation) শুরু করা হয়েছে। কিন্তু এখনও হদিশ নেই দুই যুবকের।


কী ঘটেছিল?
সংবাদসংস্থা এএনআই-কে অরুণাচলের অনজও প্রদেশের পুলিশ সুপার রাইক কামসি বলেন, 'গত ৯ অক্টোবর নিখোঁজ দুই যুবকের পরিবার মিসিং অভিযোগ দায়ের করে। আমরা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। অনুসন্ধান অভিযান চলছে।' পুলিশ সূত্রে খবর, দুই যুবক যে গ্রামে থাকেন, সেখান থেকে হেঁটে সীমান্তে পৌঁছতে কমপক্ষে ছয়-আট দিন লাগার কথা। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, সম্ভবত চিন সীমান্ত লাগোয়া এলাকায় ভেষজ গাছের সন্ধানে গিয়েছিলেন বছর তেত্রিশের বাতেইলাম এবং ৩১ বছরের বায়িঙ্গসো। সে কারণেই ঘন জঙ্গলে ঢাকা উঁচু পাহাড়ি এলাকায় ট্রেকিংও করছিলেন তাঁরা। তার পর থেকেই নিরুদ্দেশ দুজন। পুলিশের ধারণা, অজান্তেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়ে থাকতে পারেন দুই যুবক। দুজনের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পরিবার।


অতীতেও এলএসি পার...
চলতি বছরের জুলাই মাসে ভারত-চিন সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশের কুরুঙ্গ কুমেয় জেলায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। নিখোঁজ হন ১৮ জন। প্রশাসন জানিয়েছিল, জেলার সড়ক নির্মাণের কাজ করছিলেন ওই শ্রমিকরা। এই বছরের গোড়ায় অরুণাচলেরই এক কিশোর, মিরাম তারোন নিখোঁজ হয়ে যায়। ৯ দিন হদিশ ছিল না ১৭ বছরের মিরামের। তন্ন তন্ন করে খোঁজখবর করা হয় আপার সিয়াং জেলার ওই কিশোরের। শেষমেশ ভারতীয় সেনার তরফে চিনের পিএলএ-র সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগ, তাকে লালফৌজই অপহরণ করেছিল। প্রায় ৯ দিন পর ছাড়া পায় কিশোর। মিরামকে ভারতের কাছে ফিরিয়ে দেয় চিন। যদিও সংবাদসংস্থা এএনআইয়ের দাবি, লালফৌজ ব্যাপক মারধর করেছিল ওই কিশোরকে। এমনকী ইলেকট্রিক শক দেওয়ারও অভিযোগ ওঠে। কিশোরের বাবা এক খবরের চ্যানেলে অভিযোগ জানান, তাঁর ছেলে গোটা ঘটনার শক থেকে বেরোতে পারেনি। অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল মিরাম, এমনই জানান কিশোরের বাবা। কিন্তু এক্ষেত্রে ঠিক একই জিনিস ঘটেছে নাকি পথ হারিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছেন দুই যুবক, সেটা এখনও স্পষ্ট নয়। নিখোঁজ-রহস্যের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেটাও জানা যায়নি। সব মিলিয়ে আশঙ্কা-উদ্বেগের দোলাচলে দুই পরিবার। এর মধ্যে ৫৬ দিন পেরিয়ে গিয়েছে। কোথায় ছেলেরা? কবে ফিরবে? পথ চেয়ে সদস্যরা। খোঁজ চালাচ্ছে সেনা। খবর গিয়েছে এসআইবি-সহ একাধিক সংস্থায়।


আরও পড়ুন:প্রেম নিয়ে সমস্যা একাধিক রাশির, আজ কী আছে আপনার ভাগ্যে ?