Security Breach Lok Sabha Live Updates: সংসদ ভবন চত্বরে আপাতত ভিজিটরদের প্রবেশ নিষেধ, ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা

Lok Sabha Security Breach Live: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন।

ABP Ananda Last Updated: 13 Dec 2023 09:20 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদের নিরাপত্তা লঙ্ঘন। অধিবেশন চলাকালীন গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়লেন এক ব্যক্তি। লাফিয়ে চেম্বারে এসে পড়লেন। সাংসদদের ডেস্ক টপকে এসে পড়লেন একেবারে মধ্যিখানে। তাঁর হাতে ফ্লুরোসেন্ট গ্যাসের...More

Lok Sabha Security Breach Live Updates: বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন বসানো হবে সংসদে

আজকের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ভিজিটর গ্যালারিতে কাচ বসানো হবে। যাতে আগামীদিনে কেউ লোকসভার চেম্বারে ঝাঁপ না মারতে পারেন। বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন বসানো হবে সংসদে।