পটনা: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন শেখর সুমন এবং সুশান্তের বন্ধু সন্দীপ এস সিং। এমনটাই অভিযোগ সুশান্তের পরিবারের।


সুশান্তের পরিবারের সকলের  সঙ্গে গতকাল দেখা করে বেরিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই তা নিয়ে এই দুজন রাজনৈতিক প্রচারে নেমে পড়েন বলে অভিযোগ। আরজেডি-র দলীয় পতাকা পিছনে রেখে এবং ওই দলের এক নেতার সঙ্গে বসে তাঁরা একটি বড়সড় সাংবাদিক বৈঠক করেন। সেখানেই জোরালো দাবি তোলেন গোটা ঘটনাটির সিবিআই তদন্তের। ঘটনার জন্য দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তোলেন। কিন্তু সুশান্তের পরিবারের বক্তব্য, এই সাংবাদিক বৈঠকের ব্যাপারে কোনও কথাই তাঁদের সঙ্গে বলেননি শেখর কিংবা সন্দীপ। নিজেরাই নিজেদের মতো সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করেছেন এবং সুযোগ বুঝে সেই বৈঠকে আরজেডি-র দলীয় পতাকা টাঙিয়ে রেখেছেন। অর্থাৎ সুশান্তের মৃত্যুর থেকেও কার্যত অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলা হচ্ছে এই মৃত্যুর তদন্তের জন্য আরজেডি কতখানি লড়াই করছে সেই বিষয়টি।

পরিবারের আরও বক্তব্য, সন্দীপ তো আগেই বলিউডের তারকাদের প্রকাশ্যে ক্লিনচিট দিয়ে দিয়েছেন। তাহলে আর সুমনের সঙ্গে নতুন করে বসে সিবিআই তদন্তের দাবি তোলার মানে কী! রাজনৈতিক ফায়দা তোলার জন্যই এমনটা করা হয়েছে। তাছাড়া সাম্প্রতিক সময় আরজেডি-তে যোগ দিয়েছেন শেখর। গিমিক তাঁর প্রয়োজন!