মুম্বই: মঙ্গলবার সকাল থেকে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী ছিলই। বেলা বাড়তেই একলাফে ২০০ পয়েন্ট উপরে উঠে সেনসেক্স পৌঁছল ৪১,১০৮ এ। রেকর্ড উত্থান হয়ে এনএসই নিফটি ছুঁল ১২,১২৬ মার্ক।
সোমবার ৫০০ পয়েন্ট বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ে সেনসেক্স। সকালে বাজার খোলার পর থেকেই চড়তে শুরু করে বিভিন্ন কোম্পানির শেয়ার। বিশেষ করে ধাতু, টেলিকম সংস্থার শেয়ার চড়ে। ৩০ টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে এদিন।
সোমবারের রেশ ধরে মঙ্গলবারও চড় চড় করে উঠতে শুরু করে বাজার। ৪১ হাজারের মাইলফলকও পার করে সেনসেক্স। বেড়েছে ইয়েস ব্যাঙ্ক, আইসিআইসিআই, টাটা স্টিল, সান ফার্মা, ইনফোসিসের শেয়ারদর।
শেয়ার বিশ্ষজ্ঞদের ধারণা, সম্প্রতি ভারতে সূচকের উত্থানে জ্বালানি জুগিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও। তারা এ দেশের বাজারে উপুড় করেছে ৯৬০.৯০ কোটি টাকা। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এই কারণগুলি শেয়ার বাজারে অনুকূল প্রভাব আনছে।
তাছাড়া রাজস্ব ঘাটতি কমাতে বিলগ্নিকরণের বিষয়ে সরকারি সিদ্ধান্তও শেয়ার বাজারের পালে হাওয়া জুগিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আন্তর্জাতিক শেয়ার বাজার বিশেষজ্ঞদের আশা, আগামী মাসের মধ্যেই আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য চুক্তি সই হবে। সেই খবরের প্রভাবে সারা বিশ্বে বিভিন্ন শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। ভারত ছাড়াও সূচক বেড়েছে জাপান, সাংহাই, হংকং-সহ এশীয় দেশগুলিতে। ইউরোপের শেয়ার সূচকগুলির মুখও ছিল উপরের দিকে।
অন্যদিকে ভারতীয় টাকার দাম ইউএস ডলারের সাপেক্ষে ৮ পয়সা বেড়েছে।