নয়াদিল্লি: ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার ভ্যাকসিনেশন ড্রাইভ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সিরাম ইনস্টিটিউটে বানানো হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন। ওই সংস্থার প্রধান আদর পুনাওয়ালা। নিজের সংস্থায় বানানো ভ্যাকসিন নিলেন আদর পুনাওয়ালা।


আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। প্রাথমিক পর্যায়ে টিকা পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সেই টিকারই প্রথম ডোজ গ্রহণ করলেন আদর পুনাওয়ালা। ভ্যাকসিন নেওয়ার পর সোশাল মিডিয়ায় এই খবর জানান সিরাম ইনস্টিটিউটের সিইও। নিজের ট্যুইটার হ্যান্ডেলে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, এই টিকাকরণে সাফল্য পাবেন ভারতবাসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিশিল্ড এই ঐতিহাসিক কর্মসূচির একটা অংশ। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আমিও এই টিকাকরণ কর্মসূচির একটা অংশ।



টিকাকরণ নিয়ে অনেকের মনেই এখনও সংশয় আছে। মনে করা হচ্ছে সেই সংশয় কাটাতেই উদ্যোগী হলেন আদর পুনাওয়ালা।বছরের শুরুতেই মহামারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। যে তালিকায় আছে কোভিশিল্ড। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের স্থানীয় প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট। সেই সংস্থার সিইও ভ্যাকসিন নিলে তার গ্রহণযোগ্যতা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, প্রথম সারির যোদ্ধাদের প্রথম দুই পর্যায়ে টিকা দেওয়া হবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দেওয়া হবে যাদের বয়স ৫০-এর বেশি। এরপর প্রাধান্য পাবে ৫০ বছর কম বয়সি, যাদের কো-মর্বিডিটি আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, প্রথম সারির যোদ্ধাদের জন্য বিনমূল্যে টিকাকরণ করা হবে। তবে ৫০ উর্ধ্ব এবং কো-মর্বিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে বিনামূল্যে টিকাকরণ করা হবে কি না তা এখনও স্পষ্ট নয়। গত মঙ্গলবার পুণের সিরাম ইনস্টিটিউট থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় কোভিশিল্ড। দেশের ১৩টা শহরে পৌঁছাচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। যে তালিকায় আছে দিল্লি, আমদাবাদ, কলকাতা, মুম্বই, গুয়াহাটি সহ একাধিক শহর। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সোমবার এক কোটি ১০ লক্ষ ভ্যাকসিনের বরাত দিয়েছে সিরাম ইনস্টিটিউটকে। সিরাম জানিয়েছে, ২০০ টাকায় প্রতি ডোজ মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন।