পুণে: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য টিকার ওপর ১০০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫৫ কোটি টাকা) বিনিয়োগ করতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।


পুণের এই সংস্থার এক কর্তা জানান, এই লক্ষ্যে ব্রিটিশ বায়োফার্মা সংস্থার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে সেরাম ইন্ডিয়া। এর ফলে, ভারত সহ স্বল্প ও মধ্য আয়ের দেশগুলিতে "AZD1222" ভ্যাকসিনের যথেষ্ট পরিমাণে প্রাপ্ত হবে।


সংস্থার সিইও আদপর পুণেওয়ালা বলেন, আমাদের ভ্যাকসিন নির্মাণের জন্য পরিকাঠামো প্রস্তুত হয়ে গিয়েছে। আগামী ২ মাসের মধ্যেই উৎপাদন শুরু করে দিতে পারব। তিনি যোগ করেন, যতক্ষণ না ভ্যাকসিনের ট্রায়াল প্রক্রিয়া সব সুরক্ষা ও গ্রহণযোগ্যতার মাপকাঠি উতরোচ্ছে, ততক্ষণ এর বিতরণ ভারত বা অন্য দেশে শুরু হবে না।


তিনি আরও বলেন, নিজেদের দায়িত্বেই কয়েক লক্ষ ডোজ উৎপাদন করা হবে। তাঁর মতে, এই ভ্যাকসিনের ট্রায়াল সফল হলে, ভারতের লাভ হবে। কারণ, এদেশেও প্রভূত পরিমাণে এই ভ্যাকসিনের প্রয়োজন হবে। তখন ভারতে সহজেই মিলবে ভ্য়াকসিন।