নয়াদিল্লি: কুয়াশার (Fog) চাদরে মোড়া রাজধানী (Delhi)। সতর্কতা অবলম্বনে একাধিক বিমান দেরিতে ছাড়বে বা অবতরণ করবে। ৪৬টি অন্তর্দেশীয় বিমান পরিষেবায় দেরি হবে বলে খবর। সূত্রের খবর, ৩৪টি বিমান দিল্লি বিমান বন্দর (Delhi Airport) থেকে দেরিতে উড়বে। পাশাপাশি ১২টি বিমান অবতরণেও বিলম্ব হবে। প্রবল কুয়াশার জেরে নর্দার্ন রেলের ৩২টি ট্রেন দেরিতে চলছে।
বিলম্ব একাধিক উড়ানে: ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত (North India)। একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহ সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই নিম্নমুখী দিল্লির পারদ। গতকাল তাপমাত্রা ছিল ১.৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে কুয়াশায় ঢাকছে রাজধানীর আকাশ। আজ দিল্লির (Delhi) সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস। কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে মৌসম ভবন। সূত্রের খবর, ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে রয়েছে দৃশ্যমানতা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লিবাসী: আবহাওয়া দফতর যদিও আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল। বলা হয়েছিল, চলতি সপ্তাহে দিল্লির তাপমাত্রা যেমন নামবে। তেমনই ছুরির ফলার মতো এসে আঘাত করবে শৈত্যপ্রবাহ (Cold Wave in Delhi)। গতকাল, শুক্রবার তেমনই অভিজ্ঞতা হয়েছে দিল্লিবাসীর। প্রবল ঠান্ডা এবং তার সঙ্গে শৈত্যপ্রবাহ, গায়ে কাঁপুনি ধরাচ্ছে দিল্লিবাসীর। বাড়ির বাইরে বেরনোই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। দিল্লির মূল আবহাওয়া কেন্দ্র, সফদরজং আবহাওয়া হাওয়া অফিস বিবৃতিতে জানানো হয়, শৈত্যপ্রবাহ আজ কাবু করে ফেলেছে দিল্লিকে। চলতি মরসুমের শীতলতম দিন ছিস গতকাল। সর্বনিম্ন তাপমাত্রা ১.৮ ডিগ্রিতে নেমে গিয়েছে।
আরও পড়ুন: West Bengal Weather Update : শীতের দাপট অব্যাহত, আরও নিচে নামবে তাপমাত্রা বলছে আবহাওয়া দফতর