ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করে শাহিদ জানিয়েছেন, মাঠে নেমে তিনি ‘জার্সি’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। ছোট্ট ওই ভিডিওতে শাহিদকে দারুণ একটা শট খেলতে দেখা গিয়েছে। শাহিদের ওই শট দেখে মাঠে উপস্থিত লোকজন করতালি দেন। শাহিদের এই শট দেখে মুগ্ধ তাঁর ভাই তথা অভিনেতা ইশান খট্টরও।
শাহিদের আগামী এই সিনেমা দক্ষিণী সিনেমা ‘জার্সি’-র রিমেক। দক্ষিণী সিনেমা ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি রিমেক ‘কবীর সিংহ’-তে দুরন্ত অভিনয় করেছিলেন শাহিদ।বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল ওই সিনেমা। এই সাফল্যের পর আগামী সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি।