নয়াদিল্লি: শাহরুখ পাঠানের অতীত অপরাধমূলক নয়। বলল দিল্লি পুলিশ। সাম্প্রতিক দিল্লি হিংসার মধ্যে বিক্ষোভ দেখানোর সময় শাহরুখের এক পুলিশকর্মীর দিকে সোজা পিস্তল তাক করে ধরা ছবি ভাইরাল হওয়ার পর আলোড়ন ছড়ায়। কিছুদিন অধরা থাকার পর গতকাল তাকে উত্তরপ্রদেশের শামলি থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।
দিল্লি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অজিত কুমার সিংলা গত ২৪ ফেব্রুয়ারি শাহরুখের উঁচিয়ে ধরা পিস্তলটি উদ্ধার করার চেষ্টা করছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, জেরায় শাহরুখ বলেছে, প্রচণ্ড রাগের মাথায় উত্তেজনার বশে সে গুলি চালিয়েছিল। তার অতীতে অপরাধে যুক্ত থাকার কোনও নজির নেই, কিন্তু তার বাবার বিরুদ্ধে মাদক পাচার, জাল নোট পাচারের মামলা ঝুলছে। আরও তদন্ত চলছে।
তিনি আরও বলেন, শাহরুখকে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ১৮৬, ৩৫৩ ধারা ও অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত, অনুসন্ধানের সময় প্রয়োজন হলে আরও ধারা যুক্ত করা হবে। আমরা সবচেয়ে বেশি যতদিন সম্ভব, ওকে হেফাজতে পাওয়ার চেষ্টা করব।
এদিকে দিল্লি পুলিশের সূত্রের বলা হয়েছে, আইবি কর্মী অঙ্কিত শর্মা খুনে অভিযুক্ত সাসপেন্ড হওয়া আমআদমি পার্টি (আপ) কাউন্সিলর তাহির হুসেনকে গত ২৪-২৫ ফেব্রুয়ারি রাতে উদ্ধার করার মতো পরিস্থিতি ছিল না। পুলিশ সেদিন রাতে তিনি বাড়িতে আটকে পড়ে আছেন, বাইরে মারমুখী জনতার তাণ্ডব চলছে বলে খবর পেয়েছিল। কিন্তু তদন্তে বেরিয়েছে, তিনি নিজের বাড়িতে সুরক্ষিতই ছিলেন। তাহিরের নামে এফআইআর দায়ের দায়ের হয়েছে অঙ্কিত খুনে। অঙ্কিতের পরিবারের দাবি, তাহিরের বাড়ির ছাদ থেকে লোকজন পাথর ছুঁড়েছিল, যাতে তাঁদের ঘরের ছেলে নিহত হয়েছে। পাল্টা কাউন্সিলরের দাবি, তিনি নিজেই অশান্তি, হিংসার মধ্যে আটকে পড়ে ভয়ে পুলিশের সাহায্য চেয়েছিলেন।