রাঁচি: করোনাভাইরাস ফান্ডে মাত্র ১ লাখ টাকা দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন মহেন্দ্র সিংহ ধোনি। অনেকে প্রশ্ন তুলেছেন, ৮০০ কোটি টাকা সম্পত্তির মালিক ধোনি মাত্র ১ লাখ টাকা ত্রাণ তহবিলে দিলেন কোন যুক্তিতে? এবার তার জবাবে এগিয়ে এলেন ধোনির স্ত্রী সাক্ষী। টুইটারে তিনি  দুষেছেন সংবাদমাধ্যমকে।


ধোনি করোনা তহবিলে ঠিক কত টাকা দিয়েছেন তা নিয়ে কিছু বলেননি সাক্ষী ধোনি। বলেছেন, এমন সংবেদনশীল সময়ে ভুল খবর প্রচার করবেন না! শেম অন ইউ!


যদিও ঠিক কোন বিষয়ে তিনি কথা বলছেন তাও স্পষ্ট করেননি সাক্ষী।

শোনা যাচ্ছে, এক ক্রাউডফান্ডিং ওয়েবসাইটের মাধ্যমে একটি সংগঠনের ১ লাখ টাকা করোনা ত্রাণ তহবিলে দান করেছেন এমএস ধোনি। ওই সংগঠনের টার্গেট ছিল সাড়ে ১২ লাখ টাকা। করোনা তহবিলে ধোনি অর্থ সাহায্য করায় কেউ কেউ তাঁর প্রশংসা করেন কিন্তু অনেকে বলেন, ধোনির মত অর্থবান এক ক্রিকেটারের মাত্র ১ লাখ টাকা সাহায্য মানা যায় না।


সচিন তেণ্ডুলকর করোনা তহবিলে ৫০ লাখ টাকা দান করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ৫০ লক্ষ টাকার চাল দেবেন তিনি। ইরফান ও ইউসুফ পাঠান স্বাস্থ্যকর্মীদের জন্য কিনেছেন ফেস মাস্ক।