ধোনি করোনা তহবিলে ঠিক কত টাকা দিয়েছেন তা নিয়ে কিছু বলেননি সাক্ষী ধোনি। বলেছেন, এমন সংবেদনশীল সময়ে ভুল খবর প্রচার করবেন না! শেম অন ইউ!
যদিও ঠিক কোন বিষয়ে তিনি কথা বলছেন তাও স্পষ্ট করেননি সাক্ষী।
শোনা যাচ্ছে, এক ক্রাউডফান্ডিং ওয়েবসাইটের মাধ্যমে একটি সংগঠনের ১ লাখ টাকা করোনা ত্রাণ তহবিলে দান করেছেন এমএস ধোনি। ওই সংগঠনের টার্গেট ছিল সাড়ে ১২ লাখ টাকা। করোনা তহবিলে ধোনি অর্থ সাহায্য করায় কেউ কেউ তাঁর প্রশংসা করেন কিন্তু অনেকে বলেন, ধোনির মত অর্থবান এক ক্রিকেটারের মাত্র ১ লাখ টাকা সাহায্য মানা যায় না।
সচিন তেণ্ডুলকর করোনা তহবিলে ৫০ লাখ টাকা দান করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ৫০ লক্ষ টাকার চাল দেবেন তিনি। ইরফান ও ইউসুফ পাঠান স্বাস্থ্যকর্মীদের জন্য কিনেছেন ফেস মাস্ক।