নয়াদিল্লি: মেলামেশা নয়, আজকের সার কথা, দূরত্ব বজায় রাখুন। কিন্তু বাজারে তো যেতে হচ্ছেই, সে চাল ডাল কেনার জন্যই হোক বা শিশু, বয়স্কদের দুধ। কীভাবে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে সারবেন কেনাকাটা? শেখালেন শশী থারুর।

কেরলের এই দোকানদার বার করেছেন নিজস্ব পন্থা। তিনিও জিনিসপত্র দিচ্ছেন ঠিকই তবে মোটা পাইপে করে। ছোঁয়াও হল না, আবার কেনাকাটা বজায়ও রাখা হল দিব্যি।


শেয়ার করার ১ দিনের মধ্যে ১৮,০০০-এর বেশি লাইক পেয়েছে এই পোস্ট। দেখুন কী বলছেন অন্যরা