Viral Video: সংসদে শশী-সুপ্রিয়ার ভিডিয়ো ঘিরে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়ো নিয়ে মিম বানাতে শুরু করেছেন নেটিজেনরা। অবশেষে এনসিপি সদস্য সুপ্রিয়া সুলের (Supriya Sule) সঙ্গে তাঁর কথপোকথন নিয়ে মুখ খুললেন কংগ্রেসের সাংসদ (Shashi Tharoor)। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বললেন, 'কুছ তো লোগ কহেঙ্গে...'।
Shashi Tharoor Supriya Sules Video: কংগ্রেসের সাংসদ ছাড়াও নেটপাড়ায় 'ট্যুইট থারুর' বলে পরিচিতি রয়েছে শশীর। অতীতে তাঁর বহু বিতর্কিত ট্যুইট বিপাকে ফেলেছে খোদ কংগ্রেসকে। এবার সেই শশীই ফের শিরোনামে। সৌজন্যে ওমর আবদুল্লার একটি ট্যুইট। যেখানে ফারুখ আবদুল্লার বক্তব্যের সময় কথা বলতে দেখা গিয়েছে সুপ্রিয়া-শশীকে। সাদামাটা ট্যুইটের ব্যাকগ্রাউন্ডে অল্লু অর্জুনের পুষ্পার গান জুড়ে দিয়েছেন ওমর। ব্যস, তাতেই বদলে গিয়েছে পুরো চিত্র। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ট্যুইটারাতিদের মধ্যে। অনেকেই এই ভিডিয়ো ফ্রেম নিয়ে নিজের সৃজনশীলতা দেখাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তৈরি হচ্ছে একের পর এক মিম।
Viral Video: কেন ভিডিয়ো ঘিরে এই শোরগোল
আসলে ফারুখ আবদুল্লার বক্তব্যের সময়ে সুপ্রিয়ার সঙ্গে বেঞ্চে অনেকটাই মাথা এগিয়ে দিয়ে কথা বলতে দেখা যায় শশীকে। যা নিয়ে শুরু হয়েছে যাবতীয় গুঞ্জন। পুষ্পার গানের সঙ্গে এই ভিডিয়ো দেখে মজা পেয়েছেন বহু মানুষ। ৬ এপ্রিলের এই ভিডিয়োর প্রচুর রিট্যুইট হয়েছে। শুরু হয়েছে কমেন্টের বন্যা।
Shashi Tharoor On Viral Video: কী বললেন থারুর ?
অবশেষে সুপ্রিয়ার এই কথোপকথন নিয়ে মুখ খুলেছেন শশী। তিনি জানিয়েছেন, সেই সময় পলিসি কোয়েশ্চেন নিয়ে তাঁর কাছে জানতে চাইছিলেন সুপ্রিয়া। লোকসভায় পরবর্তী বক্তা হিসাবে বক্তব্য রাখার কথা ছিল এনসিপি এমপি-র। এই বলেই অবশ্য থেমে থাকেননি কংগ্রেসের সাংসদ। সঙ্গে জুড়ে দিয়েছেন রাজেশ খন্না-শর্মিলা ঠাকুরের জনপ্রিয় ছবি 'অমরপ্রেম'-এর গান। ট্যুইটে কিশোর কুমারের 'কুছ তো লোক কহেঙ্গে' গানের লাইন জুড়ে দিয়েছেন তিনি। একধাপ এগিয়ে শশী আরও লিখেছন, ''সেই সময় আস্তে কথা বলছিলেন সুপ্রিয়া সুলে। তাই বেঞ্চে মাথা এগিয়ে নিয়ে যাই । আসলে ফারুক আবদুল্লার ভাষণে সমস্যা তৈরি করতে চাইনি আমি।''