কলকাতা : প্রাণহানির আশঙ্কা আগেই করেছিলেন শেখ হাসিনা। সূত্রের খবর আগেই ইঙ্গিত পেয়েছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। গত ৩১ জুলাই-ই ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী।
সূত্রের দাবি, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান হাসিনা। ভারতের কাছে সাহায্যের আবেদনও করেন মুজিব-কন্যা। সূত্রের দাবি বিদেশমন্ত্রকের তরফে নাকি বলা হয়েছিল, 'পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ভারতে আসতে পারেন'। সূত্রের দাবি, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভারত, তাই এই পরামর্শ দেওয়া হয়েছিল।
এরপর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে ক্রমেই। শেষ পর্যন্ত কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মধ্যেই আবার সূত্রের দাবি, নিজে থেকে সরতে চাননি শেখ হাসিনা। পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে মানতে চাননি। উল্টে শেষ সময়েও গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর। সংবাদপত্র সূত্রে খবর, তিন বাহিনীর প্রধান ও পুলিশের বড় কর্তাকে ডেকে পাঠিয়ে আরও কড়া ব্যবস্থা নিতে বলেছিলেন শেখ হাসিনা। তাঁকে বোঝানোর পরেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেন। শেষে ছেলের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করানো হয়। পদত্যাগ এবং দেশ ছাড়ার জন্য মুজিব-কন্যাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয় বলে প্রথম আলো সূত্রে খবর। জনরোষের মুখে শেখ হাসিনার এই দেশত্যাগ মানতে পারছেন না আওয়ামি লিগের নেতা-মন্ত্রীরা। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর।
এরপর তিনি বিমানে উড়ে যান। প্রথমে জল্পনা ছিল তিনি গ্রেট ব্রিটেনে যাবেন। ভারতের আকাশ ব্যবহার করে এগোতে থাকে তাঁর বিমান। কিন্তু উত্তরপ্রদেশের মাথায় ঘুরতে শুরু করে। পরে গাজিয়াবাদে অবতরণ করে তাঁর বিমান। পিটিআই সূত্রে খবর, ব্রিটেন তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে চায়নি। তাই আপাতত ভারতেই আছেন তিনি।
অন্য়দিকে, এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। BSF-এর DG দলজিৎ সিং চৌধুরী আজ পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যাবেন। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে চালানো নজরদারি।
আরও পড়ুন :
প্রতিবছর ২ লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশ ছাড়েন, এখন কি আরও বিপদের মুখে সে-দেশের হিন্দুরা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।