মুম্বই: ১৫ ফেব্রুয়ারি রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির ঘরে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। মেয়ের নাম শিল্পা রেখেছেন সমিশা রাজ কুন্দ্রা, সমিশা শব্দের অর্থ লক্ষ্মী। শিল্পা জানান, সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি।


কিন্তু সারোগেসি কেন? শিল্পা বলেছেন, তাঁরা চাইছিলেন না, ছেলে ভিয়ান একা একা বেড়ে উঠুক। কিন্তু কয়েকবার গর্ভপাত হওয়ায় তাঁরা দত্তক নেওয়ার ব্যাপারে ভাবতে থাকেন। কিন্তু পরে বেছে নেন সারোগেসি। দীর্ঘদিন ধরে তাঁরা সন্তানের জন্য চেষ্টা করছিলেন কিন্তু তাঁর শরীরে আপলা বলে একটি রোগ দেখা দেয়। যতবারই তিনি গর্ভবতী হচ্ছিলেন, নিজে থেকে গর্ভপাত হয়ে যাচ্ছিল।

শিল্পা বলেছেন, ভিয়ানের ভাই বা বোন আনার কথা দীর্ঘদিন ধরে তাঁরা ভাবছিলেন। তিনি নিজে বোন শমিতার সঙ্গে বেড়ে উঠেছেন, ছোটবেলার সঙ্গী থাকার মূল্য জানেন। তাই শেষমেষ দত্তক নেওয়ার কথা ভাবেন, কাগজপত্রও তৈরি শুরু হয়। কিন্তু যে সংস্থা থেকে দত্তক নেওয়ার কথা ছিল সেটি বন্ধ হয়ে যায়। ৪ বছর ধরে অপেক্ষার পর বিরক্ত হয়ে তাঁরা সারোগেসির পথে হাঁটেন।