মুম্বই: বড়সড় ধাক্কা খেল শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী। ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিল, 'শিব সেনা' নামটি, দলের চিহ্ন 'তির ও ধনুক'-এই সবই ব্যবহার করতে পারবে একমাত্র শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী। এর আগে দুই গোষ্ঠীই দলের নাম ও চিহ্ন দাবি করেছিল। গত বছরে মহারাষ্ট্র ডামাডোলের সময়ে যখন একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার  অন্দরে বিদ্রোহ হয়, তখনই এই দুটি গোষ্ঠীর মধ্যে দলের নাম ও চিহ্ন নিয়ে বিবাদ শুরু হয়েছিল। 


নির্বাচন কমিশনের কাছে দুটি গোষ্ঠীই আবেদন করেছিল। তখন শিবসেনার চিহ্ন ও নাম- ফ্রিজ করে রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই সময়ে উপনির্বাচনের জন্য একনাথ শিন্ডে গোষ্ঠী দুটি তরোয়াল-একটি ঢাল চিহ্ন হিসেবে ব্যবহার করেছিল। অন্যদিকে উদ্ধব গোষ্ঠীর চিহ্ন ছিল মশাল।  


একনাথ শিন্ডে গোষ্ঠীর মুখপাত্র শীতল মাথরে বলেন, 'এটা আমাদের জন্য বড় দিন। আমরা বলছিলাম আমরাই আসল শিব সেনা। এখন প্রচুর শিবসৈনিক আমাদের সঙ্গে আসবেন কারণ দলের নাম-পরিচয় আমরা পেয়েছি।'


কমিশন জানিয়েছে, তারা দেখেছে এখন শিবসেনার যা দলীয় সংবিধান তা অগণতান্ত্রিক। রাজনৈতিক দলের সংবিধান এমন হওয়া উচিত যাতে office bearers-পদের জন্য স্বচ্ছভাবে নির্বাচন করা যাবে। 


নির্দেশের বিরোধ:
উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন নির্বাচন কমিশন তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


টানটান নাটকের পরে মহারাষ্ট্রে পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রীত্ব থেকে সরেছেন উদ্ধব ঠাকরে। বিজেপিকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিণ্ডে। একনাথ শিণ্ডের নেতৃত্বেই শিবসেনার একাধিক বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে। মহারাষ্ট্র ছেড়ে অন্য রাজ্যে গিয়ে দীর্ঘদিন ছিলেন তাঁরা। উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে সরানোর দাবি করেছিলেন। তা নিয়ে বিস্তর টানাপড়েন হয়েছে। পরে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। 


একসময় শিবসেনা এনডিএর শরিক ছিল। পরে দীর্ঘদিনের শরিকের সঙ্গে দূরত্ব তৈরি হয় বিজেপির। শিবির থেকে বেরিয়ে যায়। মহারাষ্ট্র বিধানসভার ভোটে কংগ্রেস, এনসিপি, শিবসেনা জোট বেঁধে ক্ষমতা দখল করে। তারপর থেকেই চলছিল টানাপড়েন। একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার অন্দরের বিদ্রোহ বিশাল আকার ধারণ করে। তারপরেই দীর্ঘ টানাপড়েনের পরে মহারাষ্ট্রে পালাবদল হয়।  


আরও পড়ুন: ৯০ লক্ষের মার্সিডিজ কিনলেন চা-ওয়ালা, বললেন সাফল্যের মন্ত্র