ভোপাল : নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। এবার একে একে আনলক শুরু হবে মধ্যপ্রদেশে। শনিবার সেই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ১ জুন থেকে শুরু হতে চলেছে এই আনলক পর্ব।
দিল্লির পর এবার খুশির খবর মধ্যপ্রদেশে। শুক্রবরাই রাজধানীর করোনা রিপোর্ট বলে ৫ শতাংশের নিচে নেমেছে দিল্লির কোভিড পজিটিভিটি রেট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, দিল্লি এখন সেফ জোন। পরিস্থিতি একই মধ্যপ্রদেশেও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেফ জোনে রাজ্য। ৫ শতাংশের নিচে নেমেছে কোভিড পজিটিভিটি রেট। ৯০ শতাংশের বেশি সুস্থতার হার। যার ফলে আনলকের কথা ভাবছে রাজ্য।
এদিনই আনলকের বিষয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''চিরতরে একটা রাজ্যকে এভাবে বন্ধ করে রাখা যায় না। আমাদের পর্যায়ক্রমে আনলকের দিকে যেতে হবে।'' আনলক প্রসঙ্গে শিবরাজ সিং চৌহান বলেন, ''আমরা এখন রাজ্যে কোভিড ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পারছি। গতকাল রাজ্যে ৮২,০০০ নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৩০০০ করোনা রোগী ধরা পড়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯০০০ রোগী। রাজ্যের সুস্থতার হার ৯০ শতাংশের বেশি।''
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জুন থেকে লকডাউনে শিথিলতা আনা হলেও ৩১ মে পর্যন্ত করোনা কার্ফু জারি থাকবে রাজ্যে। জেলার আধিকারিকদের সেই দিকে নজর রাখতে হবে। আগেভাগেই যেন কেউ এই নিষেধাজ্ঞা না মানে সেদিকে সজাগ দৃষ্টি থাকবে প্রশাসনের। তবে আগামী ১ জুন থেকে রাজ্যে জনতা কার্ফু উঠে যাচ্ছে। তবে সংক্রমণ যেন ফের ফিরে না আসে সেদিকে নজর দেবে প্রশাসন।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁরা করোনার জন্য নিজেদের বাবা-মাকে হারিয়েছেন সেই অনাথদের বিনামূল্যে পড়াশোনার দায়িত্ব নেবে সরকার। এছাড়াও ৫ হাজার টাকা পেনশন ও রেশনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রাজ্যবাসীর জন্য পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা করছে সরকার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২,৫৭,২৯৯ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। একদিনে মারা গিয়েছেন ৪১৯৪ জন।