নয়াদিল্লি: গড়িমসি চোখে পড়েছিল একেবারে সূচনাপর্বেই। যত দিন যাচ্ছে ফাটল আরও চওড়া হচ্ছে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরে। এবার বিরোধী জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা আরও জোরাল হল। জোটের শরিক, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা খোদ এমন সম্ভাবনা উস্কে দিলেন। শুধুমাত্র লোকসভা নির্বাচনের স্বার্থে জোট হয়ে থাকলে, তা ভেঙে দেওয়াই শ্রেয় বলে মন্তব্য করলেন তিনি। (I.N.D.I.A Alliance)


জাতীয় স্তরে বিজেপি-র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই I.N.D.I.A জোটের সূচনা। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল, রাষ্ট্রীয় জনতা দল, DMK, শিবসেনা (উদ্ধব ঠাকরে), আম আদমি পার্টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলি বিরোধী জোটের অংশ- মতাদর্শগত ভাবে বিজেপি-র ভিন্ন মেরুতে অবস্থান যে দলগুলির। কিন্তু জোটের অন্দরে যে সব ঠিক নেই, তা বার বার স্পষ্ট হয়ে উঠছে। (Omar Abdullah)


সেই আবহেই I.N.D.I.A জোট ভেঙে দেওয়ার পক্ষে সওয়াল করলেন ওমর।  তাঁর বক্তব্য, "যতদূর মনে পড়ে, I.N.D.I.A শিবিরে কোও সীমাবদ্ধতা ছিল না। দুর্ভাগ্যজনক বিষয় হল, জোটের কোনও বৈঠকই হচ্ছে না। ফলে নেতৃত্ব হোক বা অ্যাজেন্ডা, অথবা জোটের অস্তিত্ব, কিছু নিয়েই স্পষ্টতা চোখে পড়ছে না। শুধুমাত্র সংসদীয় নির্বাচনের জন্য যদি জোট গড়া হয়ে থাকে, সেক্ষেত্রে তা ভেঙে দেওয়াই উচিত।"



দিল্লি বিধানসভা নির্বাচন ঘিরে I.N.D.I.A জোটে নতুন করে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জোটের দুই শরিক, কংগ্রেস এবং আম আদমি পার্টি পরস্পরের প্রতিপক্ষ হয়ে উঠেছে। দুই তরফ থেকেই পরস্পরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করা হচ্ছে। একদিকে, আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে সরব হয়েছে কংগ্রেস। অন্য দিকে, I.N.D.I.A শিবির থেকে সরাসরি কংগ্রেসকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছে আম আদমি পার্টি। তৃণমূল এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে। আম আদমি পার্টির দিকে সমর্থন সমাজবাদী পার্টি, শিবসেনারও (উদ্ধব ঠাকরে)। দিল্লির নির্বাচন নিয়ে কিছু বলতে রাজি না হলেও, জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ওমর।


এই যদিও প্রথম বার নয়। আগেও এ নিয়ে সরব হয়েছিলেন ওমর। সাফ জানিয়েছিলেন, জোটের নেতৃত্বের দাবিদার হওয়ার যোগ্যতা নেই কংগ্রেসের। জাতীয় স্তরে আগের সেই প্রতিপত্তি নেই কংগ্রেসের।  দলীয় নেতৃত্বের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা উচিত বলেও মন্তব্য করেন। শুধু ওমরই নন, কংগ্রেসের হাতে জোটের নেতৃত্ব তুলে দেওয়া আপত্তি জানান অন্যরাও। জোটের মাথায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর পক্ষে মত দেন অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরেরা। মমতা নিজেও জোটের নেতৃত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।  সেই আবহেই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ওমর।