নয়াদিল্লি: স্বামী তথা তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের খবর শিরোনাম কেড়ে নিয়েছে। চারিদিকে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে প্রবল জল্পনা। এইসবের মধ্যেই অবশেষে মুখ খুললেন চাহাল-ঘরণী।
ধনশ্রী জানান সাম্প্রতিক সময়টা তাঁর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত চাপের কেটেছে। ধনশ্রীর দাবি এইসব কিছুই ভুয়ো খবর এবং তাতে তাঁর গোটা পরিবারেরই ক্ষতি হচ্ছে। তিনি বলেন, 'বিগত কয়েকদিন আমার এবং আমার পরিবারের জন্য সময়টা খুবই কঠিন গিয়েছে। যেটা সবথেকে হতাশাজনক হল সেটা হল বিস্তর ভুলভাল লেখা হচ্ছে, যা সত্যি ঘটনাগুলি থেকে অনেকটাই দূরে। ট্রোলরা আমার চরিত্র বিচার করছে। আমি প্রচুর খাটা খাটনি করে সততা সঙ্গে আমার পরিচয় তৈরি করেছি।'
তিনি আরও যোগ করেন যে তাঁর চুপ থাকার কারণ দুর্বলতার পরিচয় নয়। 'আমার চুপ থাকাটা আমার দুর্বলতার পরিচয় নয়, শক্তির পরিচয়। নেতিবাচক জিনিসপত্র তো খুব সহজেই অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে অন্যদের উদ্বুদ্ধ করতে সাহসিকতার প্রয়োজন হয়। আমি আমার সত্যি ও মূল্যবোধ আঁকড়ে ধরে এগিয়ে যেতে চাই। আমার সঙ্গে সত্যিটা আছে, তাই আমার কোনও ব্যাখা দেওয়ার প্রয়োজন নেই।'
দিনকয়েক আগেই যুজবেন্দ্র চাহালও সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। বিবাহবিচ্ছেদের মাঝেই সোশ্যাল মিডিয়ায় চাহালের একটি স্টোরি সকলেরই নজর কেড়েছে। সেখানে ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার লিখেছেন, 'সমস্ত শোরগোলের উর্ধ্বে যারা শুনতে আগ্রহী সমস্ত চুপ থাকার থেকে বড় প্রতিক্রিয়া আর কিছু হতে পারে না।' এত শোরগোলের মধ্যেও এই বিষয়ে কোনও কথাই বলেননি চাহাল। এই পোস্টের মাধ্যমে তাঁর চুপ থাকার পিছনে কারণটা ঠিক কী, সেই বিষয়েই ব্যাখা দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা।
কয়েকদিন আগেই চাহালের আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্টও বেশ নজর কেড়েছিল সকলের। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল লিখেছিলেন, 'পরিশ্রমই মানুষজনের চরিত্র গঠন করে। আমরা সকলেই নিজেদের সফরটা জানি। আমরা জানি এই জায়গায় পৌঁছতে হলে আমাদের কী কী করতে হয়েছে, কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গোটা বিশ্ব জানে। নিজেদের বাবা, মার মুখ উজ্জ্বল করতে নিজের সর্বস্বটা দিয়ে ঘাম ঝরিয়েছ। যাই হোক একজন গর্বিত সন্তান হিসাবে মাথা উঁচু করে বাঁচ।'
এইসব ইঙ্গিতবাহী পোস্ট এবং তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা যে সমার্থক, তেমনটাই মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন বিবাহ বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে খুব একটা ভাল জায়গায় নেই চাহাল। তাই আবেগঘন অবস্থায় নিজের ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের কথাই এই পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন চাহাল।
আরও পড়ুন: বুমরাকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করলে তাঁর কেরিয়ারের দৈর্ঘ্য কমবে! দাবি ভারতীয় প্রাক্তনীর