মুম্বই: এবার পোশাকবিধি জারি হল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। খাটো স্কার্ট পরে মন্দিরে ঢোকা যাবে না বলে জানিয়ে দেওয়া হল। আগামী সপ্তাহ থেকেই এই পোশাক বিধি চালু হচ্ছে। মঙ্গলবার সেই মর্মে জারি করা হয়েছে নির্দেশিকা। শরীর ঢাকা পোশাক পরেই মন্দিরে ঢোকা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ভারতীয় পোশাকের কথা বিশেষ ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। (Siddhivinayak Temple Dress Code)


মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্ট (SSGTT) মঙ্গলবার পোশাকবিধি জারি করেছে। বলা হয়েছে, ভদ্র পোশাক পরে মন্দিরে আসতে হবে। শর্ট স্কার্ট পরে ঢোকা যাবে না মন্দিরে। শরীর ঢাকা পোশাক পরে আসতে হবে সকলকে। ভারতীয় পোশাক হলে ভাল বলেও জানিয়েছে সিদ্ধিবিনায়ক মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্ট। (Shree Siddhivinayak Temple)


বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে অশোভনীয় পোশাক পরে এলে ঢোকা যাবে না মন্দিরে। শুধু শর্ট স্কার্চই নয়, ছেঁড়া জিনস বা ট্রাউজার্স, শরীর দেখা যায় এমন স্বচ্ছ জামাকাপড় পরে মন্দিরে ঢুকতে পারবেন না কেউ। শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্টের দাবি, রোজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মন্দিরে আসেন। কিছু পোশাক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। তাই পোশাকবিধি জারি করার এই সিদ্ধান্ত।



লিখিত বিবৃতিতে বলা হয়, ‘এমন একাধিক অনুরোধ জমা পড়েছে। তাই মন্দির কর্তৃপক্ষ পোশাকবিধি চালুর সিদ্ধান্ত নিয়েছেন। মন্দিরের পবিত্রতা, মর্যাদা রক্ষার্থে, সকলের স্বার্থেই এই সিদ্ধান্ত’। মন্দিরের ভিতরে তো বটেই, মন্দির চত্বরের কোথাও অশোভনীয় পোশাক পরে আসা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। 


পুরুষদের জন্যও বিশেষ পোশাকবিধি জারি করেছেন মন্দির কর্তৃপক্ষ। বলা হয়েছে, ভারতীয় পোশাক পরে এলে তবেই মন্দিরে পুজো দিতে পারবেন পুরুষরা। মন্দির কর্তৃপক্ষের দাবি, ভারতী সংস্কৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ পোশাকই পরা উচিত পুণ্যার্থীদের। অন্যরা লজ্জায় পড়েন, এমন পোশাক পরে আসা কাম্য নয়। পোশাকবিধি লঙ্ঘন করলে কোনও পরিস্থিতিতেই মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিদ্ধিবিনায়ক মন্দির কর্তৃপক্ষ।