কলকাতা: ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা। NASA ও ISRO সূত্রে খবর, ড্রাগন মহাকাশযান ISS থেকে ১৪ জুলাই ভারতীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিটে আনডকিং করেছে। ১৫ জুলাই বিকেলে স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে। এখনও পর্যন্ত খবর ১৫ জুলাই, বিকেল ৩টে ১ মিনিটে শুভাংশুদের নিয়ে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে SpaceX Dragon।
সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়। যে ‘ড্র্যাগন’ মহাকাশযানে চড়ে শুভাংশুরা আইএসএস-এ গিয়েছিলেন, তাতে চড়েই পৃথিবীতে ফিরে আসবেন। আনডকিং প্রক্রিয়ার পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে পৃথিবীর দিকে রওনা দেবে মহাকাশযানটি। পরের ধাপদুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, পৃথিবীর মাধ্যাকর্ষণে যাতে সঠিকবভাবে প্রবেশ করতে পারে তার জন্য ক্যাপসুলের গতি কমাতে হয়। দুই, পরবর্তী প্রক্রিয়া ‘রেট্রোগ্রেড বার্ন’।
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সময় বায়ুমণ্ডলে ঘর্ষণে তৈরি হয় মাত্রাতিরিক্ত তাপ। যা সামলে নিতে ধীরে ধীরে ক্যাপসুলের গতি কমাতে হয়। শুরুতে যে ক্যাপসুলের গতি থাকে ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার, তা ধীরে ধীরে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় নামিয়ে আনা হয়। এর পরের পর্বে ড্রাগন মহাকাশযানকে সঠিক অবস্থানে নামাতে খুলে যাবে প্যারাশুট। আবহাওয়া অনুকূল থাকলে ক্যালিফর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের মাঝে ধীরে ধীরে নামবে শুভাংশুদের ক্যাপসুল।
NASA সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু ISRO-এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছু দিন ‘রিহ্যাবিলিটেশন’-এ থাকবেন। তার পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন।
ভারতীয় সময় অনুসারে, রবিবার সন্ধে ৭টা ২০-তে মহাকাশে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় শুভাংশুদের। সেখানে শুভাংশু শুক্লা বলেছেন, '৪১ বছর আগে, একজন ভারতীয় মহাকাশে গিয়েছিলেন এবং আমাদের বলেছিলেন যে, সেখান থেকে ভারতকে কেমন দেখাচ্ছে। এবং আমার মনে হয় আমরা সকলেই জানতে চাই যে, আজকের ভারতকে কেমন দেখাচ্ছে। আমি বলি - আজকের ভারতকে মহাকাশ থেকে দুর্দান্ত দেখাচ্ছে। আজকের ভারতকে নির্ভীক দেখাচ্ছে।'