Shubhendu Adhikari mega show: রামনগরে শুভেন্দুর সভার আগে পড়ল পোস্টার, পাল্টা পোস্টার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Nov 2020 12:01 PM (IST)
আজ পূর্ব মেদিনীপুরের রামনগরে শুভেন্দু অধিকারীর মেগা শো।
NEXT
PREV
কলকাতা: রামনগরে শুভেন্দু অধিকারীর সভার আগে চড়ছে পারদ। পরিবহণমন্ত্রীর সভার আগেই শুরু হয়েছে পোস্টার যুদ্ধ। যেখানেই শুভেন্দুর নামে সমবায়ের ব্যানারে পোস্টার লাগানো হচ্ছে, তার পাশেই লাগানো হচ্ছে অখিল গিরির নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। গোটা রামনগর ইতিমধ্যেই এই পোস্টার যুদ্ধে সরগরম।
পূর্ব মেদিনীপুরের রামনগরে শুভেন্দু অধিকারীর সভার আগেই শুরু হয়ে গেল পোস্টারযুদ্ধ। দুপুর ২টো নাগাদ রামনগরের আর এস ময়দানে সমবায়ের ব্যানারে সভা করবেন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু। তার জন্য গোটা রামনগর শুভেন্দুর পোস্টারে ছয়লাপ। রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিও সমানতালে পাল্লা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ অখিল গিরির অসংখ্য পোস্টার, ব্যানার পড়েছে গোটা রামনগর জুড়ে। ফলে সভার আগেই শুরু পোস্টারের টক্কর। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এরইমধ্যে শুভেন্দুর সমর্থনে পোস্টার পড়েছে উত্তর দিনাজপুরের ডালখোলা এবং বাঁকুড়ার শালতোড়ায়। দু’জায়গাতেই দাদার অনুগামীরা পোস্টার দিয়েছে বলে উল্লেখ রয়েছে। এর আগেও অন্যান্য জেলায় একই ধরনের পোস্টার পড়েছে।
আজ পূর্ব মেদিনীপুরের রামনগরে শুভেন্দু অধিকারীর মেগা শো। তার আগে তমলুকে শুভেন্দুর মন্তব্য নতুন করে উস্কে দিয়েছে জল্পনা। তিনি বলেছেন, বিভিন্ন সমবায় ব্যাঙ্কের পদে তিনি মনোনীত নন, সব জায়গাতেই নির্বাচিত। অর্থাৎ, মানুষ চেয়েছে বলেই পদে রয়েছেন। সরাসরি কাউকে আক্রমণ না করলেও, এই মন্তব্য করে নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু। তৃণমূলে ঝগড়াঝাঁটি লেগেই আছে, অক্সিজেনের দরকার হলে আছি। মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু তৃণমূলেই আছেন। মন্তব্য সুখেন্দুশেখর রায়ের।
কলকাতা: রামনগরে শুভেন্দু অধিকারীর সভার আগে চড়ছে পারদ। পরিবহণমন্ত্রীর সভার আগেই শুরু হয়েছে পোস্টার যুদ্ধ। যেখানেই শুভেন্দুর নামে সমবায়ের ব্যানারে পোস্টার লাগানো হচ্ছে, তার পাশেই লাগানো হচ্ছে অখিল গিরির নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। গোটা রামনগর ইতিমধ্যেই এই পোস্টার যুদ্ধে সরগরম।
পূর্ব মেদিনীপুরের রামনগরে শুভেন্দু অধিকারীর সভার আগেই শুরু হয়ে গেল পোস্টারযুদ্ধ। দুপুর ২টো নাগাদ রামনগরের আর এস ময়দানে সমবায়ের ব্যানারে সভা করবেন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু। তার জন্য গোটা রামনগর শুভেন্দুর পোস্টারে ছয়লাপ। রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিও সমানতালে পাল্লা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ অখিল গিরির অসংখ্য পোস্টার, ব্যানার পড়েছে গোটা রামনগর জুড়ে। ফলে সভার আগেই শুরু পোস্টারের টক্কর। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এরইমধ্যে শুভেন্দুর সমর্থনে পোস্টার পড়েছে উত্তর দিনাজপুরের ডালখোলা এবং বাঁকুড়ার শালতোড়ায়। দু’জায়গাতেই দাদার অনুগামীরা পোস্টার দিয়েছে বলে উল্লেখ রয়েছে। এর আগেও অন্যান্য জেলায় একই ধরনের পোস্টার পড়েছে।
আজ পূর্ব মেদিনীপুরের রামনগরে শুভেন্দু অধিকারীর মেগা শো। তার আগে তমলুকে শুভেন্দুর মন্তব্য নতুন করে উস্কে দিয়েছে জল্পনা। তিনি বলেছেন, বিভিন্ন সমবায় ব্যাঙ্কের পদে তিনি মনোনীত নন, সব জায়গাতেই নির্বাচিত। অর্থাৎ, মানুষ চেয়েছে বলেই পদে রয়েছেন। সরাসরি কাউকে আক্রমণ না করলেও, এই মন্তব্য করে নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু। তৃণমূলে ঝগড়াঝাঁটি লেগেই আছে, অক্সিজেনের দরকার হলে আছি। মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু তৃণমূলেই আছেন। মন্তব্য সুখেন্দুশেখর রায়ের।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -