মুম্বই: চিত্র পরিচালক কর্ণ জোহরের সময়টাই খারাপ যাচ্ছে যেন। যা কিছু করতে যাচ্ছেন তাঁর উপর স্বজনপোষণের তকমা লেগে যাচ্ছে। এবার একই ঘটনা ঘটল হাম্পটি শর্মা কি দুলহনিয়া ছবির ক্ষেত্রে।

হাম্পটি শর্মা-র ৬ বছর পূর্ণ হল সম্প্রতি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন কর্ণ। লিখেছেন, নতুন ধারার লাভ স্টোরির ছয় বছর পূর্ণ হল। এর প্রভাব এখনও ফুরোয়নি। এ ছবি টাইমলেস।কর্ণ-র এই পোস্টের মধ্যে দোষের কিছু নেই। কিন্তু তিনি এই পোস্টে ট্যাগ করেছেন ছবির নায়ক বরুণ ধবন এবং নায়িকা আলিয়া ভট্টকে। কিন্তু এই ছবির জন্য যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন সিদ্ধার্থ  শুক্ল, তিনি ছিলেন সেকেন্ড লিড। পোস্ট ট্যাগ করার সময়ে তাঁকে বিলকুল ভুলে গিয়েছেন কর্ণ।


আর সেটা নিয়ে বেজায় চটে গিয়েছেন সিদ্ধার্থের ভক্তরা। তাঁরা বলতে শুরু করে দিয়েছেন, একেই বলে নেপোটিজম। স্টার পরিবারের ছেলেমেয়েদেরই ছবির সাফল্যের কৃতিত্ব দিতে চেয়েছেন কর্ণ। সে জন্যই খুব সচেতনভাবে পোস্টের ট্যাগে স্থান পাননি সিদ্ধার্থ।




মনে রাখা দরকার, সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ হিসেবে সবচেয়ে বেশি নিন্দিত হয়েছে ইন্ডাস্ট্রির স্বজনপোষণ। বার বার বলা হয়েছে যে স্টার পরিবারের ছেলে নন বলেই কায়দা করে সুশান্তকে প্রাপ্য জায়গা পেতে দেওয়া হয়নি দিনের পর দিন, আর সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে বিরাট সংখ্যক অভিযোগের তীর ছুটে আসে কর্ণের দিকে। কিন্তু সেই প্রসঙ্গ ফিকে হওয়ার আগেই ফের একবার নেপোটিজমের অভিযোগে বিদ্ধ হলেন তিনি।