মুম্বই: অনুপম খেরের মা দুলারি খেরও করোনা আক্রান্ত হয়েছেন। অনুপম নিজে এক ভিডিও পোস্ট করে জানিয়েছেন এ কথা। তাঁর ভাই, ভ্রাতৃবধূ ও ভাইঝির শরীরেও করোনা ধরা পড়েছে।

প্রবীণ অভিনেতা বলেছেন, বন্ধুগণ, আমার মা দুলারি করোনা সংক্রমিত হয়েছেন। তাঁর শরীরে অল্প লক্ষণ রয়েছে। মাকে ভর্তি করা হয়েছে কোকিলাবেন হাসপাতালে। একই সঙ্গে ভাই রাজু খের, ভ্রাতৃবধূ ও ভাইঝির শরীরেও করোনা ধরা পড়েছে। আমি নিজেরও করোনা পরীক্ষা করিয়েছি, আমার ফল নেগেটিভ এসেছে। বৃহন্মুম্বই পুরনিগমকে এ ব্যাপারে জানিয়েছি আমি।

দেখুন ভিডিওটি


গতকালই বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে অভিষেকও।