শিলিগুড়ি: ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভূমিকম্প ৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারে কম্পন অনুভূত হয় মঙ্গলবার সকালে ৷ গতকাল রাত থেকে এনিয়ে ৩ বার কম্পন অনুভূত হয়েছে ৷
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফের কেঁপে উঠল উত্তরবঙ্গ। বিধানসভা ভোটের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ চলছে। তার মধ্যেই মঙ্গলবার সকাল ৭.০৭ মিনিট নাগাদ ফের কম্পন অনুভূত হয় শিলিগুড়ি-সহ উত্তরের জেলাগুলিতে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১ ৷ শিলিগুড়ি থেকে ৬৪ কিমি দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল এর উৎসস্থল ৷ পশ্চিমবঙ্গ ছাড়াও কম্পন অনুভূত হয় সিকিমের বেশ কিছু অংশে ৷ বিশেষজ্ঞদের ধারণা আজ, মঙ্গলবার সকালের ভূমিকম্প গতকাল, সোমবার রাতের ভূমিকম্পের আফটার শক ৷
সোমবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। গতকাল রাত ৮টা ৪৯ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সোমবারের ভূমিকম্পের উত্সস্থল ছিল নেপাল সিকিম সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। রাজ্যের অন্যত্র এবং অসম ও বিহারেও কম্পন অনুভূত হয়। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে কম্পন অনুভূত। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
সোমবার মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ প্রচুর মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। জলপাইগুড়ি জেলা জুড়ে ভুমিকম্প অনুভূত হয়। গতকাল, সন্ধ্যা ৮টা ৪৯ মিনিট ৫৯ সেকেন্ডে এই কম্পন হয় বলে খবর। যদিও এর জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জলপাইগুড়ি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্প হয়েছে মুর্শিদাবাদেও। জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার আন্ড চাইল্ড হাবে কম্পনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।