হাওড়া:  ভোটের আগের রাতে বাগনানে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম বাগনানের হ্যালান অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি যোগীবর বাগ। বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। আহত তৃণমূল নেতা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি। বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।


 


এর পাশাপাশি বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে।


 


সেইসঙ্গে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার ১৮১ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি ও আইএসএফ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


 


এদিকে,  হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভায় তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল চার সেট ইভিএম ও ভিভিপ্যাট। ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়ার অভিযোগ ১৭৭ নম্বর বুথের সেক্টর অফিসারের বিরুদ্ধে। তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। রিটার্নিং অফিসার রাতে রাস্তায় থাকতে বলেন। বিশ্রাম নিতে এখানে আসি, জানতাম না এটা তৃণমূল নেতার বাড়ি, দাবি সেক্টর অফিসার তপন সরকারের। অভিযুক্ত সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ওই ইভিএম ও ভিভিপ্যাট ভোটে ব্যবহার করা হবে না, জানাল নির্বাচন কমিশন। 


 


আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে । হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে।


 


হাওড়ার ৭টি আসনে ভোট। এগুলি হল, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়য়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্‍বল্লভপুর। 


 


হুগলির ৮টি আসনে ভোট। এগুলি হল- জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।


 


দক্ষিণ ২৪ পরগনাটি ১৬টি আসনে ভোট চলছে।এগুলি হল,বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।