পুণে (মহারাষ্ট্র): মহারাষ্ট্র সরকার ১৯ ফেব্রুয়ারি থেকে সব কলেজে প্রতিদিন জাতীয় সঙ্গীত গেয়ে কাজ শুরু করতে বলেছে। রাজ্য সরকার সব কলেজের কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের হায়ার ও টেকনিক্য়াল এডুকেশনমন্ত্রী উদয় সামন্ত। তিনি আজ বলেন, সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কলেজে কাজকর্ম শুরু করার আগে অবশ্যই জাতীয় সঙ্গীত গাইতে হবে। তাই শিবজয়ন্তী উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম শুরু হচ্ছে। কলেজে কলেজে এই নির্দেশের বিজ্ঞপ্তি ১৯ তারিখের আগেই পৌঁছে দেওয়া হবে। সবাই এই সিদ্ধান্তে সহমত জানিয়েছে।
সামন্ত আরও বলেন, আমার ধারণা, দিনে ১৫ লক্ষ লোক জাতীয় সঙ্গীত গাইবে। দেশের মধ্যে প্রথম মহারাষ্ট্রেই এটা হবে।