হুগলি: জানালার কাচ একটাও আস্ত নেই, দুমড়ে মুচড়ে গেছে স্কুটার। রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগে হুগলির সিঙ্গুরের জলাঘাটায়, চিকিৎসকের বাড়িতে চলল তাণ্ডব। বাড়িতে ঢুকে চিকিৎসককে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ।


গত মঙ্গলবার ভদ্রশ্বরের এক নার্সিংহোমে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয় শঙ্করী ঘোষকে। ৬৪ বছরের ওই মহিলার অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন অর্থোপেডিক সার্জেন সুহাশিস রায়। পরিবারের দাবি,অস্ত্রোপচারের কিছুক্ষণ পরেই মারা যান শঙ্করী।


অভিযোগ, সত্‍কারের পর বুধবার বিকেলে ওই চিকিত্‍সকের বাড়িতে চড়াও হন রোগীর আত্মীয় ও প্রতিবেশীরা। বলেন, বুধবার বিকেলে ৫০ জন মিলে হামলা চালায়, ইট ছুড়ে জানালা ভেঙে দেয়, লোহার রড, হাতুড়ি বাঁশ দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে, আমাকে মারধরের চেষ্টা করে। কোনওভাবে ছাড়িয়ে ঘরে ঢুকতে গাড়ি ভাঙচুর করে। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক। বলেন, ঠিকঠাক অপারেশন হয়, কোনওরকম গাফিলতি হয়নি।


যদিও মৃতার পরিবারের দাবি, চিকিত্‍সকের বাড়িতে হামলার ঘটনায় তাঁরা জড়িত নন। মৃতের ছেলে শ্রীকান্ত ঘোষ বলেন, ডাক্তারবাবু কী অপারেশন করল জানি না, মা যন্ত্রণায় মারা গেল, সুস্থ সবল মাকে নিয়ে গেলাম, মা মারা গেল, দাহ করার পর বাড়িতে ছিলাম, ডাক্তারবাবুকে কারা মারধর করেছে জানি না, প্রতিবেশীরা কেউ করে থাকলে আমাদের জানা নেই।


অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক।