কলকাতা : SIR-এর প্রথম পর্বের ছাঁকনিতে আটকাল কারা? কাদের নাম আপাতত বাদ পড়ল? কোন বিধানসভা কেন্দ্রে বাদ পড়ল কত নাম? সব উত্তর পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার! একটু পরই প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা! কমিশন সূত্রে খবর, দুপুর ১২ টার আগেই অনলাইনে প্রকাশিত হবে এই তালিকা। চোখ রাখতে হবে নিচের দুই লিঙ্কে ।

Continues below advertisement

  • https://www.eci.gov.in
  • https://ceowestbengal.wb.gov.in এই দুই ওয়েবসাইটে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা।  এবার জেনে নিন কাদের নাম বাদ পড়ার আশঙ্কা সবথেকে বেশি নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, যাদের মৃত্যু হয়েছে, যাঁরা ফর্ম ফিল আপ করে জমা দেননি এবং নির্বাচন কমিশন যাঁদের ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করেছে, তাঁদের নাম বাদ পড়বে।  নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাবে খসড়া তালিকা। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা। পাশাপাশি GOOGLE PLAY STORE বা APP স্টোর থেকে কমিশনের অ্যাপ ECINET ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাবে  খসড়া ভোটার তালিকা। শুধু আপনার এপিক নম্বরটি জানলেই চলবে।              মনে রাখবেন, তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তা খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি অবধি শুনানি এবং ভেরিফিকেশন চলবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এসআইআর নিয়ে মানুষ কী ভাবছে? কিছুদিন আগেই, দর্শকদের জন্য একটি প্রশ্ন রাখা হয়েছিল, এবিপি আনন্দ-র পোল-এ। যাঁর উত্তর দিয়েছিলেন দর্শকরাই। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া দর্শকদের উত্তরের নিরিখে যা উঠে এসেছে, তা মোটামুটি এই রকম।  প্রশ্ন :  'SIR'-এ কত নাম বাদ পড়ছে, তার ওপর কি এবার পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল নির্ভর করবে?
  • হ্যাঁ ৮৪

  • না ১৪

    Continues below advertisement

  • জানি না ২ 

  • প্রশ্ন : পশ্চিমবঙ্গে কি 'SIR' এখনও অবধি সঠিক পথে এগিয়েছে ?

  • হ্যাঁ ৩২

  • না ৬৩

  • জানি না ৫ 

  • প্রশ্ন: ভোটার তালিকা স্বচ্ছ করতে শেষলগ্নে নির্বাচন কমিশনের নেওয়া একাধিক পদক্ষেপে আপনি খুশি?

  • হ্যাঁ ৮১

  • না ১৮

  • জানি না ১ 

  • প্রশ্ন: বহুতলে ভোটের বুথ হলে কি ভোটদান সুষ্ঠু ও অবাধ নিশ্চিত করা যাবে?

  • হ্যাঁ ৭৪ 

  • না ১৮ 

  • জানি না ৮