নয়াদিল্লি: মহাকাশ অভিযানে একের পর এক মাইলফলক তৈরি হচ্ছে। কিন্তু এর সূচনা ঘটেছিল ইউরি গ্যাগারিনের হাত ধরে। পৃথিবী থেকে তিনিই প্রথম মহাকাশে গিয়েছিলেন। কিন্তু বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দাবি, 'হনুমানজি'ই প্রথম মহাকাশচারী। শুধু নিজের মতামত জানালেন না তিনি। পড়ুয়াদের সেকথা বোঝালেনও। (Anurag Thakur)

শনিবার জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে হিমাচল প্রদেশের উনায় একটি PM Shri School-এর পড়ুয়াদের সামনে বক্তৃতা করছিলেন অনুরাগ। সেখানে জাতীয় শিক্ষানীতির উপকারিতাও বোঝান তিনি। আর সেখানেই মহাকাশ অভিযানের প্রসঙ্গ পাড়েন। (National Space Day) সেখানে পড়ুয়াদের সঙ্গে অনুরাগের কথোপকথন এই রূপ ছিল-

অনুরাগ: কে প্রথম মহাকাশে গিয়েছিলেন? 

পড়ুয়ারা: নীল আর্মস্ট্রং।

অনুরাগ: আমার ধারণা হনুমানজি।

হাসিমুখে নিজের জবাব ব্যাখ্যাও করেন অনুরাগ। তিনি বলেন, "আমরা এখনকার হিসেবে নিজেদের দেখছি। হাজার হাজার বছর আগের ঐতিহ্য না জানলে জ্ঞান, সংস্কৃতিতে আমরা এই জায়গাতেই থাকব, ইংরেজরা যা বুঝিয়েছে তা-ই বুঝব আমরা। তাই প্রধান শিক্ষক এবং আপনাদের সকলকে অনুরোধ করব, পাঠ্যবইয়ের বাইরে বেরোন, আমাদের দেশের দিকে, ঐতিহ্য, জ্ঞানের দিকে তাকান। ওই দৃষ্টিভঙ্গিতে দেখলে আরও অনেক কিছু জানতে পারবেন।"

রামায়ণে সূর্য দেখে হনুমানের লাফ দেওয়ার কাহিনি রয়েছে। সেই প্রসঙ্গেই অনুরাগ এমন মন্তব্য করলেন কি না, প্রশ্ন উঠছে।অনুরাগের বক্তব্যের ওই অংশ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই অনুরাগের তীব্র নিন্দা করেছেন। ইচ্ছাকৃত ভাবে তিনি পড়ুয়াদের বিভ্রান্ত করছেন, অপতথ্য় সরবরাহ করছেন বলে অভিযোগ করছেন অনেকেই। বেছে বেছে জাতীয় মহাকাশ দিবসে অনুরাগের এমন মন্তব্য উড়িয়ে দেওয়ার মতো নয় বলে মনে করছেন কেউ কেউ। সাংসদ হিসেবে অনুরাগের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে।

ঘটনাচক্রে অনুরাগ যখন এই মন্তব্য করছেন, সেই সময়ই দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশ থেকে ঘুরে এসেছেন শুভাংশু শুক্ল। ভারত নিজস্ব স্পেস স্টেশন গড়ার দিকে এগিয়ে চলেছে। একদিকে বিজ্ঞানীরা যেখানে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন, সেখানে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তোলার পরিবর্তে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে অনুরাগের বিরুদ্ধে। ভিডিওটি অনেকেই রিপোস্ট করেছেন। এমনকি অনুরাগ নিজেও ভিডিওটি নিজের হ্যান্ডল থেকে পোস্ট করেন X-এ। উল্লেখ্য, নীল আর্মস্ট্রংও প্রথম মহাকাশচারী নন। তিনি চাঁদে পদার্পণকারী প্রথম মহাকাশচারী। মহাকাশে প্রথম পা রাখেন রাশিয়ার ইউরি গ্যাগারিন।