হাওড়ায় মাকে কুপিয়ে আত্মহত্যা করল ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2020 11:31 AM (IST)
পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।
হাওড়া: পারিবারিক বিবাদের জেরে প্রৌঢ় মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো তাঁর বড় ছেলে। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। মাকে গুরুতর আহত অবস্থায় বেলুড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার বালি নিশ্চিন্দা থানা এলাকার শান্তিনগরে ঘটেছে এই ঘটনা। পরিবার সূত্রে খবর, বড় ছেলে তারক পালের কোনও রোজগার ছিল না। প্রতিদিনই মদ্যপান করে বাড়ি ফিরত সে। পাশাপাশি, মায়ের কুসংস্কার নিয়েও আপত্তি ছিল তার। এ নিয়ে মা-ছেলের বিবাদ লেগেই ছিল। অভিযোগ, গতকাল রাতে বচসা চলাকালীন রাগের বশে মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারক। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়াকে উদ্ধার করে প্রতিবেশীরা বেলুড় হাসপাতালে নিয়ে যান। এরপরই তারক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে দাবি করেছে ওই পরিবার। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।