নয়াদিল্লি: করোনা আক্রান্ত মা মৃত্যু শয্য়ায়। ভিডিও কলে মাকে শেষ বারের মতো গান শোনালেন ছেলে। দিল্লির একটি হাসপাতালের ঘটনা। এমন মুহূর্তের অভিজ্ঞতার কথা টুইটারে শেয়ার করেছেন দীপশিখা ঘোষ নামে এক চিকিৎসক। জানিয়েছেন, ছেলের সঙ্গে মায়ের ওটাই ছিল শেষ কথা। এরপরই মৃত্যু হয়েছে রোগীর।
করোনা এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে গোটা বিশ্বকে। প্রতিদিনই অপ্রত্যাশিত মৃত্যু, স্বজন হারানোর যন্ত্রণার স্ত্রস্ত গোটা দেশ। মন কেমনের দিনযাপন। আর এরই মাঝে এমন ঘটনায় সমব্যথী মেটিজেনরাও।
হাসপাতালের ভর্তি কোভিড আক্রান্ত মায়ের সঙ্গে শেষ বারের মতো কথা বলতে চেয়েছিলেন ছেলে। সেই ইচ্ছা পূরণ করে চিকিৎসক নিজের ফোন থেকে ভিডিও কলে কথা বলিয়ে দেন। কিছুটা সময়ে চেয়ে নিয়ে মাকে গান শোনায় ছেলে। দীপশিখা ঘোষ রেকর্ড করে রেখেছিলেন সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মায়ের জন্য সত্তরের দশকের জনপ্রিয় হিন্দি ছবি ‘আ গলে লাগ যা’-র গান 'তেরা মুঝসে হ্যায় পহেলা কা নাতা কোয়ি' গাইছেন ছেলে।
দীপশিখা টুইটারে সেই ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, 'আমার শিফটের শেষে এই ভিডিয়োটি আমার রোগীর আত্মীয়ের করা কল। আত্মীয়রা চাইলে আমরা হাসপাতালে এরকম ব্যবস্থা করে থাকি। ওই রোগীর ছেলে আমার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেন এবং তার মৃত্যু পথযাত্রী মায়ের জন্য ভিডিও কলে একটি গান গান। আমি তা রেকর্ড করেছিলাম'।
তিনি আরও লেখেন, 'আমি ফোনটি ধরে দাঁড়িয়েছিলাম। মা ও ছেলের দিকে তাকিয়েছিলাম। গান চলছিল। বাকি নার্সরা এসে পাশে দাঁড়িয়েছিল চুপ করে। গানের মাঝখানেই ছেলেটি ভেঙে পড়লেও তিনি গান শেষ করলেন। পরে মায়ের শরীরের খবর নিয়ে আমাকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলেন।'