নয়াদিল্লি : ইসলামাবাদে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনফারেন্সে যোগ দেওয়ার জন্য কেন সমাজকর্মী সোনম ওয়াংচুককে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ? তাঁকে এখনই মুক্তি দেওয়া হোক, আজ এই দাবি তুলল কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহ থাকা সত্ত্বেও ভারত ওদের বিরুদ্ধে ম্যাচ খেলে যাচ্ছে, তাহলে ওয়াংচুকের পরিদর্শনকে কেন রাজনীতিকরণ করা হচ্ছে, এমন প্রশ্নও তোলে তারা।
লাদাখের একদল সমাজকর্মী এদিন রাজধানী দিল্লির বুকে সাংবাদিক বৈঠক করে। জাতীয় নিরাপত্তা আইনে ওয়াংচুকের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা। গত সপ্তাহে লাদাখে অশান্তির জেরে চার জনের প্রাণ চলে যাওয়ায় Ramon Magsaysay পুরস্কারজয়ীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর ভাষণের মাধ্যমে ওয়াংচুক মানুষকে প্ররোচিত করেছেন বলে অভিযোগ তুলেছে সরকার। এই মুহূর্তে তিনি যোধপুরের জেলে রয়েছেন।
দিল্লির সাংবাদিক বৈঠকে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সাজ্জাদ কার্গিল বলেন, "জলবায়ু পরিবর্তনের উপর রাষ্ট্রসংঘের একটি কনফারেন্সে যোগ দিয়েছিলেন উনি। যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলা অপরাধ না হয়, তাহলে এটা নিয়ে কেন রাজনীতি করা হচ্ছে ?"
প্রসঙ্গত, সমাজকর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তান-যোগের অভিযোগ তুলেছেন লাদাখের ডিজিপি এসডি সিং জামওয়াল। এমনকী প্রতিবেশী দেশে তাঁর ভ্রমণ নিয়েও প্রশ্ন তুলে দেন। দিনকয়েক আগে লেহ-তে এক সাংবাদিক বৈঠকে ডিজিপি বলেন, "সম্প্রতি আমরা এক পাকিস্তান PIO-কে গ্রেফতার করেছি, যে ওপারে রিপোর্ট পাঠাচ্ছিল। আমাদের কাছে তার রেকর্ড আছে। উনি (সোনম ওয়াংচুক) পাকিস্তানে Dawn-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। উনি বাংলাদেশও গিয়েছিলেন। কাজেই, তাঁকে নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে...তদন্ত চলছে।"
আন্দোলন-অশান্তি-হিংসা-প্রাণহানি-অগ্নিকাণ্ড। গত বুধবার, লাদাখের রাজধানী লেহ-তে হিংসার ঘটনায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে কাঠগড়ায় তুলেছিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনে গ্রেফতার করা হয় সোনম ওয়াংচুককে। কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যের দাবিতে বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। তাঁর ওপর চাপ তৈরি করতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা FCRA লঙ্ঘনের অভিযোগ তুলে, বাতিল করা হয়েছে তাঁর স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ বা SECMOL-এর লাইসেন্স।
বেশ কয়েক মাস ধরেই আন্দোলন চলছে লাদাখে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি তুলছেন লাদাখবাসী। এই আন্দোলনে যোগ দিয়ে, অনশনে বসেছিলেন আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। এই পরিস্থিতিতে আন্দোল দমাতে তাঁর বিরুদ্ধেই বুধবারের হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলে, এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করেছে সোনম ওয়াংচুক 'Arab Spring-'র কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়েছেন।