প্রসঙ্গত, সনিয়া নিজে গত বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। বিদেশে গিয়ে চিকিত্সা করিয়ে এসেছেন। সম্প্রতি তিনি গোয়ায় গিয়েছেন ডাক্তারদের পরামর্শে। তাঁর ফুসফুসের সমস্যার পরিপ্রেক্ষিতে পরিবেশ দূষণের কারণে দিল্লির চলতি অবস্থা খারাপ হয়ে পড়ায় সনিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হতে পারে, এহেন আশঙ্কায় তাঁকে রাজধানীর বাইরে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিত্সকরা। সেই পরামর্শ মেনেছেন তিনি।
সূত্রের খবর, সনিয়া সব ইন চার্জকে বার্তায় বলেছেন, কৃষকরা রাস্তায় নেমে প্রতিকূল আবহাওয়া, সরকারের নৃশংস দমনপীড়ন সহ্য করে আন্দোলন করছেন। আনন্দ-উল্লাসের পরিবর্তে কংগ্রেস নেতাদের উচিত সব বিপন্ন মানুষজনকে সাহায্য করার প্রয়াসকে জোরদার করা, লড়াই চালিয়ে যাওয়া অন্নদাতাদের সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া।
কংগ্রেস সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপালও এক চিঠিতে সব রাজ্য়ের কংগ্রেস সভাপতিদের সনিয়ার জন্মদিনে কেক কাটা থেকে শুরু করে যে কোনও আনন্দানুষ্ঠান, উদযাপন থেকে বিরত থাকতে বলেছেন।
মঙ্গলবার দেশব্য়াপী কৃষকদের ডাকা ধর্মঘটের প্রতিও কংগ্রেস সমর্থন প্রকাশ করেছে, সর্বত্র দলীয় কর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালন করতে বলেছে।