অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে ক্যাচ ফেলেছেন কোহলি। প্রথম ম্যাচে ডার্সি শর্টের ক্যাচ কোহলি মিস করার পর তো প্রশ্নই উঠেছিল, শর্ট আস্তে রান করেন বলে ইচ্ছা করেই তাঁকে ক্রিজে রাখতে ক্যাচটা ফেলেছেন কি না কোহলি। এরপর ম্যাথু ওয়েডের একটা ক্যাচও ছেড়েছেন কোহলি। সেই ক্যাচ ছাড়ার পরই ওই বিতর্কিত মন্তব্য করেছেন জাডেজা। কোহলি যেভাবে ক্যাচ ছাড়ছেন, তাতে সন্তান জন্মের পর তাকে ঠিকভাবে কোলে নিতে পারবেন কি না, সেটি বোঝাতে তিনি বলেন, ‘আমি ভারত দল নিয়ে ভাবছি না, আমি ভাবছি যে সন্তান আসছে তাকে নিয়ে!’
আগামী জানুয়ারিতে বিরাট-অনুষ্কার ঘরে নতুন অতিথি আসার কথা। বিষয়টা যেহেতু খুবই স্পর্শকাতর, তাই এ বিষয়ে জাডেজার মজা করাটা মোটেও মানতে পারেননি ভারতীয় দর্শকেরা। এটা নিয়ে ভার্চ্যুয়াল জগতে চলছে তুমুল ঝগড়া। যে যেভাবে পারছেন, অজয় জাজেদাকে টুইটারে ধুয়ে দিচ্ছেন।
একজন যেমন টুইট করে বলেছেন, ‘মিস্টার অজয় জাডেজা, এটা কি কোনো মজা করার মতো বিষয়?’
অনু শ্রেগার নামে একজন লিখেছেন, ‘অজয় জাডেজার মতো একজন নামী প্রাক্তন ক্রিকেটারের কাছ থেকে এমন মন্তব্য আশা করিনি।’
অবনী নামের একজন লিখেছেন, ‘তাঁদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মজা করতে পারেন না আপনি।’
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -